সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৩ সদস্যের নামে দায়ের হওয়া মামলা সিরাজগঞ্জ ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এর আগে, সোমবার বিকেলে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে পুলিশের পদস্থ কর্মকর্তার নির্দেশে অধিকতর তদন্তের স্বার্থে মঙ্গলবার মামলাটি সিরাজগঞ্জ ডিবিতে হস্তান্তর করা হয়।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী এসব তথ্য জানান।
রিমান্ডে থাকা আসামিরা হলো উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘব বাড়িয়া গ্রামের আব্দুস ছাত্তার আকন্দের দুই ছেলে ওমর আলী আকন্দ (২৮), ইদ্রিস আলী আকন্দ (৩০) ও সিরাজগঞ্জ সদরের শাহান গাছা এলাকার বেলাল হোসেনের ছেলে সোয়াইব হোসেন বাবু (১৯)।
উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘব বাড়িয়া গ্রামের আব্দুস ছাত্তার আকন্দের বাড়িতে জঙ্গিদের গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। রাতে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খাজা গোলাম কিবরিয়া বাদী হয়ে গ্রেফতারকৃত ৩ জনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।
0 comments:
Post a Comment