Wednesday, October 14, 2015

বাংলাদেশে কোন আইএস জঙ্গি নেই: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে কোন আইএস জঙ্গি নেই বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার দুপুরে সিরাজগঞ্জে অবস্থিত শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল পরিদর্শন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, দেশের দুটি স্থানে দুজন বিদেশি হত্যার পর যারা আইএস সদস্য হিসাবে দাবি করে ইন্টারনেটে বিবৃতি দিয়েছে। তারা বিদেশে নয়, দেশের মধ্যেই অবস্থান করছে বলে ইতোমধ্যেই তথ্য পাওয়া গেছে। বিদেশিদের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করার পরই বিষয়টির প্রকৃত রহস্য উন্মোচিত হবে।
এ সময় মোহাম্মদ নাসিম জননেত্রী শেখ হাসিনার সরকার চিকিৎসা ক্ষেত্রে বৈল্পবিক পরিবর্তন এনেছে দাবি করে বলেন, এক সাথে ৬ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। পাশাপাশি একই দিনে দেশে ৬টি মেডিক্যাল কলেজের অনুমোদনও বিরল। এ সময় তিনি বর্তমান যুগকে নারীর ক্ষমতায়নের যুগ হিসাবে উল্লেখ করে চিকিৎসা পেশায় নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে মেডিক্যাল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, সাদা পোশাক মহৎ কাজের নির্দশন। চিকিৎসা সেবা একটি মহৎ পেশা। এ পেশায় ভুল করলে রোগীর মৃত্যু হতে পারে। তাই চিকিৎসক ও নার্সদের ফাঁকিবাজির কোন সুযোগ নেই। সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। ফাঁকিবাজদের কোন খাতির করা চলবে না।

0 comments:

Post a Comment