Tuesday, October 6, 2015

শাহজাদপুরে এমপিকে ফেসবুকে ‘কটূক্তি’, যুবলীগনেতা সহ সাতজনের বিরুদ্ধে মামলা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও সামনের কাউন্সিলে সাধারন সম্পাদক প্রার্থী রাজিব শেখসহ সাতজনকে আসামি করে  সাংসদের ঘনিস্ট স্থানীয় সুইটড্রিম হোটেলের স্বত্বাধিকারী  আশিকুল হক দিনার মামলাটি করেন।
মামলায় অন্য আসামিরা হলেন রাজিব শেখের ছোট ভাই মিশন শেখ, চাচাতো ভাই মামুন শেখ, সহযোগী ফখরুল ইসলাম, রাসু মিয়া, মৃদুল হোসেন ও শান্ত ইসলাম। সবাই স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক সিরাজগঞ্জ প্রতিদিনকে বলেন, গত ১৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত রাজিব শেখ সহযোগীদের নিয়ে তাঁর ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে সাংসদ হাসিবুর রহমান স্বপনের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য লিখে ছড়িয়ে দেন। এ কারণে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার পুলিশের অভিযান চলছে। এখনও কেউ গ্রেফতার হয়নি। আসামিরা সবাই সরকারদলীয় লোক বলেও জানান ওসি
এ ব্যাপারে  যুবলীগ নেতা রাজিব শেখ বলেন, ‘এমপি সাহেব বিভিন্ন দুর্নীতি সহ নানা অনিয়মতান্ত্রিক কাজে জড়িত থাকায়  শাহজাদপুরবাসী সহ আমরা  দলীয় লোকরা তাঁকে বর্জন করেছি। তাঁর কাছে আমরা যাই না। ফেসবুকে এমপির এসব কাজের আমরা তীব্র বিরোধিতা করেছি, কিন্তু কোনো কটূক্তি করিনি। আজকের মামলার বাদী  এম পির  নানান অপকর্মের হোতা তাঁর কথিত ভাতিজা  দিনারের হোটেলে অসামাজিক কার্যকলাপ সহ নানা অপকর্মের বিরুদ্ধে আমাদের একটি মামলা আছে। সেই মামলায় দিনার এখনো জামিন পাননি। তাই ওই মামলার সমঝোতার করাতেই মিথ্যাভাবে আমাদের জড়িয়ে মামলা দেওয়া হয়েছে।’ আশ্চার্যের বিষয়  তথাকথিত মানহানি হল এম পির আর মামলা করল কোথাকার কোন দিনার ।এসবই দলকে ধ্বংস করার পায়তারা ।
এ ব্যাপারে  স্থানীয়  এম পি হাসিবুর রহমান স্বপন ও মামলার বাদী দিনারের সাথে কথা বলতে চাইলে তাদের উভয়ের ফোন বন্ধ পাওয়া গেছে ।

0 comments:

Post a Comment