নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে লন্ডন হয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পথে পথে বিপুল সংবর্ধনা পেয়ে তার সরকারি বাসভবন গণভবনে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে নামার পর থেকে গণভবনে পৌঁছানো পর্যন্ত নেতা-কর্মীদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সোয়া দুইটার দিকে তিনি গণভবনে পৌঁছান। এই পথে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান হাজার হাজার নেতা-কর্মী। পতাকা উড়িয়ে, ফুল ছিটিয়ে, হাত নেড়ে নেত্রীকে স্বাগত জানান তারা। ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ ও ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ পাওয়ায় শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে শাহজালাল বিমানবন্দর সড়কের দু’পাশে সকাল থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে।বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত বিভিন্ন পয়েন্টে দলের নেতারা বাদক দল নিয়ে অবস্থান নেন। নেতা-কর্মীদের হাতে হাতে শেখ হাসিনার নামে সেøাগান ও অভিনন্দন বাণীসংবলিত প্ল্যাকার্ড-ফেস্টুন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এরপর একটি সিলভার রঙের গাড়িতে করে গণভবনের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পথে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান তিনি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘বিচক্ষণ নেতৃত্বের’ স্বীকৃতি হিসেবে জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ এবং তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) পুরস্কার এবার গ্রহণ করেছেন শেখ হাসিনা। জাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী। আইটিইউর ১৫০ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ২৬ সেপ্টেম্বর সংস্থার মহাসচিব হাউলিন ঝাও শেখ হাসিনার হাতে ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ তুলে দেন। পরদিন ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘের ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার গ্রহণ করেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালক অ্যাচিম স্টেইনার নিউইয়র্কে এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রীকে সংবর্ধনার জন্য বিমানবন্দর থেকে খিলক্ষেত, কুড়িল, বনানী কাকলী, মহাখালী, বিজয় সরণি হয়ে গণভবন পর্যন্ত সড়কের দু’পাশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঢল নামে। ব্যানার, ফেস্টুন নিয়ে তারা সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার অপেক্ষায় থাকেন। পাশাপাশি তারা দেশাত্মবোধক গান বাজান। কেউ কেউ ব্যান্ড পার্টিও নিয়ে আসেন। ফলে সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।গণভবনে শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী‘চ্যাম্পিয়নস অফ দি আর্থ’ ও ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ পেয়ে দেশে ফিরে আসা প্রধানমন্ত্রীকে গণভবনে বরণ করেন লেখক-কবি, সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মীরা। শাহজালাল বিমানবন্দর থেকে পথে পথে শুভেচ্ছা নিয়ে শনিবার ২টার পর প্রধানমন্ত্রীর গাড়িবহর গণভবনে ঢোকে। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নামার পর ফুল নিয়ে এগিয়ে যান লেখক সৈয়দ শামসুল হক। এ সময় সেখানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী হাশেম খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব, এভারেস্টজয়ী মুসা ইব্রাহিম ও নিশাত মজুমদার, ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ক্রিকেটার তাসকিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য আব্দুস শহীদ, প্রধান হুইপ আ স ম ফিরোজও ছিলেন সেখানে। প্রধানমন্ত্রীর গাড়িবহরের সঙ্গে গণভবনে ঢোকেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, অসীম কুমার উকিল প্রমুখ। এরপর প্রধানমন্ত্রী গণভবনের মিটিং রুমে গিয়ে সবার সঙ্গে কুশলবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘এটা জাতির সম্মান, মানুষের সম্মান।’গণভবনে আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (রোববার) বেলা সাড়ে ১১টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, সংবাদ সম্মেলনে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সম্পর্কে জানানো হবে। গণভবন সূত্র জানান, এই সংবাদ সম্মেলনে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, তার কর্মকা- ও বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থান পাবে।প্রধানমন্ত্রী গত ২৪ সেপ্টেম্বর লন্ডন হয়ে নিউইয়র্কে পৌঁছান। সেখানে অবস্থানকালে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও বৈঠকে অংশ নেন।
0 comments:
Post a Comment