Sunday, October 4, 2015

শিশু ধর্ষণের অভিযোগে সৎ চাচা কারাগারে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগে তার সৎ চাচা আব্দুল আলীমকে (১৭) কারাগারে পাঠিয়েছে আদালত।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার (২ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
ওসি জানান, বুধবার ওই শিশুটিকে তার সৎ চাচা আব্দুল আলীম মাছ ধরার কথা বলে জলাশয়ের পাশে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি বাড়ি ফিরে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে, বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করার চেষ্টা করা হয়।
তবে, নিষ্পত্তি না হওয়ায় ধর্ষিতার বাবা শুক্রবার রাতে আব্দুল আলীমের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। রাতেই তাকে আটক করা হয়।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ধর্ষিত শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আব্দুল আলীমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

0 comments:

Post a Comment