সিরাজগঞ্জ সদরে আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে একদল সন্ত্রাসী।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শালুয়াভিটা বাজারে এ হামলা হয় বলে সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান।
আহতরা হলেন- উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর (৪৫) এবং ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম (৪০) ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর (৪৫)।
উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি হেলাল উদ্দিন বলেন, সদরের ছোনগাছা বাজার থেকে দলীয় সভা শেষে মটরসাইকেলে কালিয়া হরিপুর ফিরছিলেন দুই নেতাসহ আরও কয়েকজন। শালুয়াভিটা বাজারে দেশি অস্ত্র নিয়ে একদল যুবক তাদের উপর হামলা চালায়।
“এ সময় তারা ওই দুই আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।”
ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের দাবি, সাত থেকে আট মাস আগে বালু উত্তোলনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় যুবলীগ কর্মী জাহাঙ্গীর হোসেন এ ঘটনা ঘটিয়েছেন।
“হামলাকারীদের মধ্যে জাহাঙ্গীরসহ অন্তত পাঁচজনকে আমি চিনতে পেরেছি। এই জাহাঙ্গীর এর আগেও তিনবার চেয়ারম্যানের উপর হামলার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন।”
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আকরামুজ্জান বলেন, আহতদের মাথা, পিঠ, হাত-পাসহ বিভিন্ন স্থানে কুপিয়ে জখম ও থেতলে দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর রাত সাড়ে ৯টার দিকে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।
0 comments:
Post a Comment