সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনায় সাবেক চেয়ারম্যানসহ ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) গভীর রাতে আহত ইউপি চেয়ারম্যান আব্দুস সবুরের ভাই ফরিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় শহরের জানপুর মহল্লার মৃত আলী হোসেনের ছেলে জাহাঙ্গীরকে (৩৫) প্রধান আসামি ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানকে ১১ নম্বর আসামি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় পল্টু নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পল্টু শহরের জানপুর মহল্লার মৃত আবেদীনের ছেলে ও মামলার ৫ নম্বর আসামি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন সিরাজগঞ্জ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
0 comments:
Post a Comment