সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়ক সিরাজগঞ্জের পৃথক ৩টি স্থানে মালিক শ্রমিক গ্রুপের মধ্যে সংঘর্ষ ও যানবহন ভাংচুরের ঘটনা ঘটে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৬ জন শ্রমিক নেতাকর্মী।
এদের মধ্যে ৭ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ সংঘর্ষ চলাকালে প্রায় দেড় ঘন্টা এ মহাসড়কে যানবহন চলাচল বন্ধ ছিল।
এতে যাত্রী সাধারণ দূর্ভোগের শিকার হন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, উল্লাপাড়া বাস মালিক সংঘঠনের একটি দুরপাল্লার বাস রাজশাহী চলাচল করাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ বাস মালিক ও শ্রমিক সংঘঠনের সাথে বিরোধ চলে আসছিল কয়েকদিন ধরে।
এক পর্যায়ে সিরাজগঞ্জ বাস মালিক শ্রমিক সংঘঠনের নেতা কর্মীরা মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধ ুসেতুর পশ্চিম পাড় সংযোগ মহাসড়কে কড্ডারমোড় এলাকায় সমবেত হয় এবং রাজধানী ঢাকা অভিমূখী বাস ট্রাকসহ বিভিন্ন যানবহন চলাচলে বাধা সৃষ্টি ও ভাংচুরের ঘটনা ঘটায়। এতে ৫জন শ্রমিক আহত হয়। এ খবর পেয়ে মহাসড়কের চান্দাইকোনা বাজার এলাকায় বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা অভিমূখী বাস ট্রাকসহ বেশ কিছু যানবহন ভাংচুর করে।
এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায় এবং এতে আহত হয় ৭জন। এদিকে উল্লাপাড়া বাস মালিক ও শ্রমিক সংঘঠনের নেতৃবৃৃন্দ ও বিক্ষুদ্ধ শ্রমিকরা সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ -হাটিকুমরুল গোলচত্বর এলাকায় প্রতিবাদ সমাবেশ করে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকরাবেশ কিছু যানবাহন ভাংচুর করে। এতে আহত হয় ৪জন।
এসব বিচ্ছিন্ন ঘটনার কারনে ওই সড়কে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এমন পরিস্থিতর খবর পেয়ে দুপুরে সিরাজগঞ্জ ও রাজশাহীর বাস মালিক, শ্রমিক ও সড়ক পরিবহন সংঘঠনের নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের আলোচনায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয় এবং পুনরায় যানবহন চলাচল শুরু করে এই মহাসড়কে।
মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান।
0 comments:
Post a Comment