সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় নার্সিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কে তামাই বাসস্টপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান।
নিহতরা হলেন খাজা ইউনুস আলী (র.) নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী পাবনার চাটমোহর উপজেলার বোয়ালমারি গ্রামের রহিজ উদ্দিনের মেয়ে রিমা খাতুন (২২) এবং বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে রাব্বি হোসেন (৩৫)।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি সাজ্জাদ বলেন, পাবনা থেকে ঢাকাগামী এস কে পি পরিবহনের একটি বাস তামাই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
দুর্ঘটনার পর পুলিশ চালকসহ বাসটি আটক করেছে বলে জানান তিনি।
0 comments:
Post a Comment