Wednesday, October 11, 2017

সিরাজগঞ্জে পৌর জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৩
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৭, ১২:৫৯
সিরাজগঞ্জ প্রতিনিধি

সরকারবিরোধী আন্দোলনের সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার আসামি সিরাজগঞ্জ পৌর জামায়াতের আমির শহিদুল ইসলামসহ তিন জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ শহরের এস.বি ফজলুল হক রোড, পৌর এলাকার ভাঙ্গাবাড়ী এবং মাছুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শহরের এস.বি ফজলুল হক রোডের বাসিন্দা ও ফুলজোড় ডিগ্রী কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, মাছুমপুর মহল্লার মাসুদুর রহমান মাসুদ ও ভাঙ্গাবাড়ী মহল্লার জিহাদ হাসান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বুধবার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরকারবিরোধী আন্দোলনের সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে শহিদুল ইসলাম তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বাকি দুইজনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

0 comments:

Post a Comment