Monday, November 14, 2016

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামী কর্তৃক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা। স্বামী পলাতক।

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামী কর্তৃক স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে । নিহত সালমা খাতুন (২২) শ্যামলী পাড়ার মামুন হোসেনের স্ত্রী এবং সলঙ্গা থানার আঙ্গারু গ্রামের ফরিদ হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত কয়েক বছর আগে মামুন প্রেমের সম্পর্ক করে সালমা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকে তাদের মধ্যে দ্বন্ধ চলে আসছিল। গত কয়েক মাস আগে তার ভরন-পোষন নিয়ে বিরোধে মামলাও হয়। এ নিয়ে সুরাহার পর সালমাকে উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া মহল্লার আবুল কাশেমের বাড়ি ভাড়া করে দেড় মাস ধরে তারা বসবাস করে আসছিল। তবে প্রায়ই কলহ লেগে থাকতো। এরই এক পর্যায়ে শনিবার গভীর রাতে ধারনা করা হচ্ছে তাকে স্বাশরোধে হত্যার করা হতে পারে। রোববার সকালে এলাকাবাসী লাশ গলায় রশি দিয়ে  ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতর স্বামী স্বামী পালাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রস্তুতি চলছে।

0 comments:

Post a Comment