Wednesday, November 9, 2016

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুতের খুঁটি লাগানোকে ক্রেন্দ্র করে সংঘর্ষঃ সাংবাদিকসহ আহত ২০।

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লী বিদ্যুতের ঠিকাদারের লোকজনের সঙ্গে কাওয়াক মহল্লার গোডাউন পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষে এক সাংবাদিক সহ ২০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক গ্রামে এ ঘটনা ঘটে। এসময় সংবাদ সংগ্রহ করতে গেল গুরত্বর আহত হয় দৈনিক খবরপত্র পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি সঞ্জীব সরকার।

আহতদের মধ্যে সঞ্জীব সরকার, মাসুদ রানা, আশরাফুল ইসলাম, শাহাদৎ হোসেন, রেজাউল সরকার ও পলানকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান , বুধবার দুপুরে পল্লী বিদ্যুতের ঠিকাদার মোহাম্মদ রাজার লোকজন  উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক গ্রামে বিদ্যুতের খুঁটি পোতার সময় স্থানীয়রা বাধা দেয়। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘষে জড়িয়ে পড়ে। এ সময় দৈনিক খবরপত্র পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি সঞ্জীব সরকার সংবাদ সংগ্রহ করতে গেলে তিনিও হামলার শিকার হন। এঘটনায় সাংবাদিক সহ উভয় পক্ষের ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উভয় পক্ষই থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

0 comments:

Post a Comment