Friday, November 11, 2016

বাজার স্টেশন এলাকা থেকে অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকা থেকে অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। দুই দিনে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে রায়পুর স্টেশন পর্যন্ত অবৈধ ভাবে গড়ে ওঠা বসত বাড়ি ও দোকান ঘরসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল (পাকশি) অফিস সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিন ঘোরানোর জন্য কোন রেল পথ নেই। ঈশ্বরদী অথবা ঢাকা থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে ট্রেন এসে যাত্রী নামানোর পর ট্রেনটি উল্টো দিক করে জামতৈল স্টেশনে নিয়ে ইঞ্জিন ঘুরাতে হয়।

একারণে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় আরেকটি রেল লাইন (ডুপ্লাই লাইন) স্থাপনের জন্য কাজ শুরু করেছে। এজন্য স্টেশন এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করেছে রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের (পাকশি) স্টেট অফিসার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

0 comments:

Post a Comment