সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের আয়োজনে শীঘ্রই শহীদ শামছুদ্দিন ষ্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ (এসপিএল)।
উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ এবং লীগের ৬ দলের লগো উন্মোচিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের আরমানি হোটেল এ্যান্ড রেস্তরায় উৎসব মুখর পরিবেশে এসপিএল ’র লগো এবং খেলায় অংশগ্রহনকারী ৬ টি দলের লগো উন্মোচন করা হয়। ক্রিকেটার্স এ্যাসেসিয়েশনের পক্ষে মারুফ সিরাজীর সঞ্চারণায় অনুষ্ঠিত লগো উন্মোচন সভায় স্বাগত বক্তব্য রাখেন লীগ কমিটির যুগ্ন আহবায় সাবেক ক্রিকেটার জিয়া,খেলার বিভিন্ন নিয়মাবলী উপস্থাপন করেন এসপিএল’র আহবায়ক ক্রিকেটার শাকিল হায়দার এসময় ফ্রাঞ্চাইসদের মধ্যে থেকে বক্তব্য রাকেন এমদাদুল হক এমদাদ.কামরুল হাসান হিল্টন,সৈয়দ তানভীর সিরাজী,রাশেদ ইউসুফ জুয়েল,জিহাদ আল ইসলাম,মাসুদ রানা,আমিনুল ইসলাম,মো ওসি আহম্মেদ,সঞ্জয় সাহা,অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সএর পরিচালক মির্জা মোস্তফা জামান,জেলা ছাত্র লীগের সাবেক নেতা ক্রিকেটার নাসিম রেজানুর দীপু,সিরাজগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর,জেলা ছাত্রলীগের সভাপতি ক্রিকেটার জাকিরুল ইসলাম লিমন,জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক সাংস্কৃতিক কর্মী মামুনুর রশিদ মামুন। এসময় উপস্থিত ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি ক্রিকেটার রিফাত রহমান,সময় টিভির জেলা প্রতিনিধি রিংকু কুন্ডু,চ্যানেল নাইন এর সিরাজগঞ্জ প্রতিনিধি সুজিত সরকার, আযোজক কমিটির মোমিন হাসান,রাজু আহম্মেদ,জুয়েল হোসেন,ক্রিকেটার লিটনসহ ক্রিকেট খেলোয়ারবৃন্দ। জেলায় ভালো মানের ক্রিকেটার তৈরি এবং ক্রিকেট কে আরো বেগবান করতে বিপিএল এবং আইপিএলের আদলে এসপিএল অনুষ্ঠিত হবে। এসপিএল প্রথম আসরে ৬ টি দল অংশ গ্রহন করবে। একটি দলের মালিক হবেন ২ জন ফ্রাঞ্চাস। দলগুলির নাম করন করা হয়েছে সিরাজগঞ্জ নাইটরাইডার্স, সিরাজগঞ্জ লায়ন্স, সিরাজগঞ্জ গ্লাডিয়টরস, সিরাজগঞ্জ টাইগার্স, সিরাজগঞ্জ সুপার কিংস এবং সিরাজগঞ্জ স্টারস। লটারির মাধ্যমে ফ্রাঞ্চাস দের মধ্যে দল বন্টন করা হয়। লটারিতে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মেসার্স আফরা সাদেকার প্রোপাইটার আমিনুল ইসলাম এবং নাফি টেলিকমের প্রোপাইটার মো ওসি আহম্মেদ পেয়েছে সিরাজগঞ্জ নাইটরাইডাস,ডক্টরস ক্লিনিক এর পরিচালক সঞ্জয় সাহা এবং এনামুল হক পেয়েছে সিরাজগঞ্জ লায়ন্স জেড এ্যান্ড গ্রুপ অব কোম্পানিজের তারেক তালুকদার ও ফিরোজ ভুইয়া পেয়েছে সিরাজগঞ্জ গ্লাডিয়টরস, মেসার্স জেড কন্সট্রাকশ এর প্রোপাইটার জিহাদ আল ইসলাম এবং মেসার্স জুয়েল কন্সট্রাকশন এর প্রোপাইটার রাশেদ ইউসুফ জুয়েল পেয়েছে সিরাজগঞ্জ টাইগাস,মুগ্ধ প্রেস এর প্রোপাইটার এমদাদুল হক এমদাদ এবং হিল্টন ট্রেস সিস্টেম এর কামরুল হাসান হিল্টন পেয়েছে সিরাজগঞ্জ সুপার কিংস এবং মুক্তা কন্সট্রাকশন এর সৈয়দ তানভীর সিরাজী পেয়েছে সিরাজগঞ্জ স্টারস। আয়োজকরা জানান কয়েকদিনে মধ্যে আবার দলের খেলোয়ার লটারির মাধ্যমে বন্টন করা হবে। প্রতিটি দলে ২ জন করে বিদেশী খেলোয়ার খেলতে পারবে। জমকালো উদ্ধোধনী অনুষ্ঠান করা হবে। উদ্ধোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ কামারখন্দ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। আয়োজন সুস্থভাবে সম্পাদনের জন্য সকলের সহযোগীতা কামনা করেছে আহবায়ক কমিটি।
0 comments:
Post a Comment