Tuesday, November 15, 2016

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড সহ ১ জনকে আটক করেছে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ রোকন(৩৫) নামে একজনকে আটক করেছে উল্লাপাড়া থানা পুলিশ। মঙ্গলবার সকালে উল্লাপাড়া ষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রোকন কামারখন্দ উপজেলার ঝাওল গ্রামের আবুল হোসেনের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেয়ান কৌশিক জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিক উপজেলার রেল ষ্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

0 comments:

Post a Comment