Friday, September 30, 2016

সিরাজগঞ্জে মেয়েকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বাবা

সিরাজগঞ্জে মেয়েকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বাবা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার শহীদগঞ্জ মহল্লায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতার হলেন, সিরাজগঞ্জ পৌর শহরের শহীদগঞ্জ মহল্লার মৃত আব্দুল মজিদের ছেলে সেলিম আহম্মেদ (৩৫) ও তার শিশু কন্যা সোহা (৮)।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম
সিরাজগঞ্জ প্রতিদিনকে জানান, বৃহস্পতিবার রাতে সেলিম তার মা সেতারা বেগম ও মেয়ে সোহাকে ঘুমের ওষুধ খাওয়ায়। কোনো এক সময় মাকে বালিশচাপা দিয়ে হত্যার চেষ্টা করেন। সেতারা বেগম টের পাওয়ায় তিনি পাশের ঘরে চলে যান। সেখানে মেয়েকে হত্যার পর নিজে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত সেলিম আহম্মেদের মা সেতারা বেগম ও ছোট ভাই মাহমুদুল আলম সম্রাট বাংলানিউজকে জানান, প্রায় ২ বছর আগে সেলিমের স্ত্রী মেয়েকে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যান। এ ঘটনার পর সেলিম মানসিকভাবে ভেঙে পড়েন। গত দুদিন ধরে সেলিম সাবেক স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষোভে-দুঃখে তিনি এ ধরনের ঘটনা ঘটাতে পারেন।

0 comments:

Post a Comment