Tuesday, September 20, 2016

সিরাজগঞ্জে জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন কামরুন নাহার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন বেগম কামরুন নাহার সিদ্দীকা।
সোমবার সকালে জেলা প্রশাসক হিসেবে যোগদানের জন্য তিনি সিরাজগঞ্জে সার্কিট হাউসে আসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল হাসান (সার্বিক) ও মো. শামীম আলম (রাজস্ব) সহ প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
মঙ্গলবারে তিনি বিদায়ী জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।
নবাগত জেলা প্রশাসক কামরুন নাহার টাঙ্গাইল জেলার বাসিন্দা। সিরাজগঞ্জে যোগদানের আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এদিকে, সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন তিন বছর তিন মাস ৭ দিন দায়িত্ব পালন শেষে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব পদে পদায়ন পেয়েছেন।

0 comments:

Post a Comment