Sunday, September 18, 2016

চৌহালীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মিটুয়ানী পাকা ব্রিজের বটতলার কাছ থেকে পাথরাইল পর্যন্ত নৌকাবাইচ প্রতিযোগিতা হয়। অনুষ্ঠান উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম।

ঈদের আনন্দের সঙ্গে নৌকাবাইচ উপভোগ করতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে জড়ো হন হাজারো মানুষ। অনেকে ছোট ছোট নৌকা নিয়ে নদীতে ঘুরে নৌকাবাইচ উপভোগ করেন।

নৌকাবাইচে দুটি করে মোট ২২টি নৌকা অংশ নেয়। বিজয়ী ১১টি নৌকার মধ্যে তিনটিকে ফ্রিজ ও আটটিকে একটি করে ২১ ইঞ্চি রঙিন টিভি পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে সাবেক শিক্ষাসচিব হুমায়ুন খালিদ, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওজেস আলী মোল্লা, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আব্দুল কাহ্হার সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল, শিল্পপতি আব্দুল মতিন প্রধান, মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

© সিরাজগঞ্জ প্রতিদিন

0 comments:

Post a Comment