সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের সয়দাবাদের মুলিবাড়ী রেলক্রসিং মোড়ে বাবা শহীদ এম মনসুর আলীর ম্যুরালে শ্রদ্ধা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল শুক্রবার বিকেল ৪টায় ঢাকা থেকে সরাসরি সিরাজগঞ্জ এসে সওজ কতৃক নির্মিত প্রয়াত এ জাতীয় নেতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও তার আত্মার প্রতি সম্মান জানান তিনি।
এ সময় পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা সিরাজী, সওজের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, উপবিভাগীয় প্রকৌশলী আশরাফুল ইসলাম পিকে, জেলা আওয়ামী লীগের সহসভাপতি চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, সহসভাপতি সরকারি পিপি আবদুর রহমান রানা, শহর আওয়ামী লীগ সভাপতি আলহাজ ইসহাক আলী, সাধারণ সম্পাদক দানিউল হক দানি, যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হাকিম, জেলা ছাত্রলীগ সভাপতি জাকিউল ইসলাম লিমনসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী জেলার কাজিপুর উপজেলার পিপুলবাড়িয়ায় শহীদ এম মনসুর আলী সড়কের (পিপুলবাড়িয়া-সোনামূখী-ধুনুট) চকদামপুর সেতু ও একডালা সেতুর উদ্বোধন করেন। এ সময় তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অধীনে ২০১৯ সালে নির্বাচন অংশ নিতে খালেদা জিয়াকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
0 comments:
Post a Comment