Sunday, September 18, 2016

জেলা ফুটবল দলের খেলোয়ার দিনার সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত

স্থানীয় প্রতিবেদক :  সিরাজগঞ্জ জেলা ফুটবল দলের খেলোয়ার তামিউল করিম দিনার (২৪) সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত।

গত শুক্রবার বিকালে উল্লাপাড়া কুচিয়ামার কলেজ মাঠে ফাইনাল খেলা শেষে সিরাজগঞ্জে বাড়ী ফেরার পথে সন্ধায় সলঙ্গা থানার দবিরগঞ্জ মহাসড়কে রাস্তা পাড়া পাড়ের সময় পিছন থেকে আসা একটি প্রাইভেট গাড়ীর সাথে ধাক্কা লাগলে তার বাম পা ভেঙ্গে যায়।

স্থানীয়রা সাথে সাথে সিরাজগঞ্জ রোড় সাখাওয়াত এইস মেমরিয়াল হসপিটালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে রাতেই সিরাজগঞ্জ প্রাইম হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদোষীরা জানা শুক্রবার বিকালে উল্লাপাড়া
কয়রা একাদশের হয়ে খেলে কুচিয়ামারা কলেজ মাঠে ফাইনাল খেলায় দিনার গোল করে নিজ দল কে চ্যাম্পিয়ন করে আনন্দের সাথে বাড়ী ফেরার সময় সন্ধায় দবিরগঞ্জ মহাসড়কে রাস্তা পাড়া পাড়ের সময় বেপরোয়া প্রাইভেট গাড়ীর চালক পিছন থেকে ধাক্কা দিয়ে চলে যায় আমরা বুঝতে পেয়ে কাছে গিয়ে ক্ষত স্থানে পানি ঢেলে হাসপাতালে নিয়ে যাই। পরে শুনি তার বাম পা ভেঙ্গে গেছে।
প্রাইম হাসপাতালের কতব্যরত চিকিৎসক ডাঃ জাহিদুল ইসলাম জনানা বাম পায়ের হাটুর নিচে হাড় ভেঙ্গে গেলে । আমরা চিকিৎসকগণ দিনারের অস্ত্রপাচার সফল ভাবে সম্পূর্ন করি। তবে এখন থেকে তাকে এক মাস বিশ্রামে থাকতে হবে। তার পরে আস্তে আস্তে মাঠে খেলতে পারবে।
তামিরুল ইসলাম দিনার মাছুমপুর ক্রীড়া চক্রের একজন  নিয়মিত খেলোয়ার। দিনার দ্রুত সুস্থ হয়ে যেন আবার মাঠে ফিরে আসতে পারে সে জন্য সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ কমিটির সম্পাদক মোঃ কামরুল হাসান হিলটন ও মাছুমপুর ক্রীড়া চক্রের সকল কর্মকর্তাগণ সিরাজগঞ্জ জেলাবাসীর কাছে দোয়া কামনা করেছে।

0 comments:

Post a Comment