Monday, August 22, 2016

সিরাজগঞ্জে ঘূর্ণিঝড়ে আহত ২০

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালীতে হঠাৎ ঘূর্ণিঝড়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্তত ১২টি গ্রামের সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘর চাপা পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে।
রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি হয়েছে।
জানা যায়, দুপুরের হঠাৎ ঘূর্ণিঝড়ে চৌহালীর বোয়ালকান্দি, স্থলচর, শাহজাদপুরের আড়কান্দি, ঘাটাবাড়ি, পাকড়তলা, জালালপুর, রুপসী, সান্দারবিল, লোচনাপাড়া, ঘোরশাল, বেতকান্দি, শিবরামপুরের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। এ ঘূর্ণিঝড়ের স্থায়িত্ব ছিল প্রায় ২০ মিনিট।
এতে আশপাশের গ্রামের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সহস্রাধিক ঘরবাড়ি ও অসংখ্য গাছপালা ভেঙে পড়ে রাস্তায় পড়ে। এ সময় ঘর চাপায় ও রাস্তায় ২০ জনের মতো আহত হয়। বৈদ্যুতিক খুঁটির তার ছিড়ে পড়ায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ।
এ অবস্থায় ঘূর্ণিঝড়ে আক্রান্ত ঘাটাবাড়ি, আড়কান্দি চরের ক্ষতিগ্রস্ত মানুষ গুলোখোলা আকাশের নিচে বসবাস করছে।
এদিকে শাহজাদপুর উপজেলা ঘূর্ণিঝড়ে গাছপালা ভেঙে রাস্তায় পড়ায় উপজেলার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুপুরের দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। ক্রমেই ঝড়ের গতি বাড়তে থাকে। একপর্যায়ে শাহজাদপুর উপজেলার পৌর এলাকার শতশত বাড়িঘর গাছ পালা ভেঙে তছনছ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়া রাস্তাঘাট ও বিদ্যুতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তবে ঝড়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

0 comments:

Post a Comment