স্থানীয় প্রতিনিধি: সিরাজগঞ্জে ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে গোটা শহর। শহর রক্ষা বাধ প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে তিন লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের অভাব।
শুক্রবার সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বিভিন্ন বাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে পড়ায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
সিরাজগঞ্জ সদরসহ জেলার ৬ উপজেলা, শাহজাদপুর, কাজিপুর, বেলকুচি ও চৌহালী উপজেলার ৩৫টি ইউনিয়নের
প্রায় তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বসতবাড়িতে পানি উঠে পড়ায় গবাদি পশু নিয়ে বিভিন্ন বন্যা নিয়ন্ত্রন বাঁধসহ উচু স্থানে মানবেতর জীবনযাপন করছে বানভাসি মানুষ। বন্যাদূর্গত এলাকায় বিশুদ্ধ পানির অভাবে ছড়িয়ে পড়েছে বিভিন্ন পানিবাহিত রোগ।
বন্যার পানি প্রতিনিয়িত বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের রানিগ্রাম বাঁধ চুয়ে পানি লোকালয়ে ঢুকে পড়েছে। এছাড়া বাঁধটি নিয়ে ভাঙ্গন আতংকে ভুগছে স্থানীয়রা। এই বাঁধটির ভাঙ্গন রোধে জরুরি মেরামত কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে স্বাস্থ্য মন্ত্রী শুক্রবার বিকেলে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে বন্যা কবলিত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন বলে জানা গেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: ওয়ালী উদ্দিন জানান, ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ দেয়া নগদ ১৩ লক্ষ টাকা ও ১৩৫ মেট্রিক টন চাল স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ শুরু হয়েছে।
0 comments:
Post a Comment