Sunday, April 26, 2015

সিরাজগঞ্জের এনায়েতপুরে সাড়ে ৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার

সিরাজগঞ্জের এনায়েতপুরে
সাড়ে ৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার
হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে এনায়েতপুর
থানার খুকনী ইউনিয়নের রুপনাই গোপালপুর
(চরকাদ) পশ্চিম পাড়া এলাকার একটি জলাশয়
থেকে অজগরটি উদ্ধার করা হয়।
অজগরটি বর্তমানে জেলা বন্যপ্রাণী সংরক্ষণ
কর্মকর্তাদের হেফাজতে রয়েছে। এটি
গাজীপুর সাফারি পার্কে অবমুক্ত করা হবে।
এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই)
মাজেদুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে
ওই গ্রামের আবু শামার জলাশয়ে মাছ ধরতে
গেলে জেলেদের জালে কচুরিপানার
সঙ্গে অজগরটি আটকা পড়ে।
খবর পেয়ে থানা পুলিশ সাপটি উদ্ধার করে থানায়
নিয়ে আসে। পরে জেলা বন্যপ্রাণী
সংরক্ষণ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা
হয়।
সিরাজগঞ্জ জেলা বন্যপ্রাণী সংরক্ষণ
কর্মকর্তা ইব্রাহিম খলিল বাংলানিউজকে ‍বিষয়টি
নিশ্চিত করেছেন।
তিনি জানান, অজগরটির অল্পবয়সী। দু’একদিনের
মধ্যে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে
এটি অবমুক্ত করার ব্যবস্থা করা হবে।

0 comments:

Post a Comment