Saturday, April 25, 2015

দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সুখী দেশ বাংলাদেশ

সুখী দেশের তালিকায় ১০৯ নম্বরে জায়গা
পেয়েছে বাংলাদেশ। তবে দক্ষিণ এশীয়
দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্বিতীয়।
জাতিসংঘের স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান
সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন
নেটওয়ার্ক (এসডিএসএন) গত বৃহস্পতিবার 'ওয়ার্ল্ড
হ্যাপিনেস রিপোর্ট-২০১৫' শীর্ষক প্রতিবেদন
প্রকাশ করে। প্রতিবেদনের অন্তর্ভুক্ত ১৫৮টি
দেশের মধ্যে বাংলাদেশ ১০৯তম। প্রতিবেশী
ভারত রয়েছে ১১৭তম অবস্থানে। পাকিস্তান অবশ্য
খানিকটা এগিয়ে, ৮১তম অবস্থানে। পৃথিবীর
সবচেয়ে সুখী দেশ হিসেবে তালিকাভুক্ত
হয়েছে সুইজারল্যান্ড। শীর্ষ পাঁচটি
দেশের অন্য চারটি হলো যথাক্রমে আইসল্যান্ড,
ডেনমার্ক, নরওয়ে ও কানাডা। আর সবচেয়ে
নিচে রয়েছে আফ্রিকার দেশ টোগো। তালিকার
সবচেয়ে নিচের দিকে থাকা আরো ৯টি দেশ
হলো বুরুন্ডি, সিরিয়া, বেনিন, রুয়ান্ডা, আফগানিস্তান,
বুরকিনা ফাসো, আইভরিকোস্ট, গিনি ও চাদ। সুখী
দেশ নির্বাচনে প্রতিটি দেশের মাথাপিছু জিডিপি, গড়
আয়ু, সামাজিক সেবা, জীবন যাপনের পদ্ধতি
বেছে নেওয়ার সুযোগ, মহত্ত্ব, দুর্নীতির
ধারণাকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক অগ্রগতি এবং
জননীতির লক্ষ্য অর্জনের সঠিক পরিমাপ করার
জন্য সুখ নামক অভিধাটির ব্যবহার উত্তরোত্তর
বাড়ছে। সঠিকভাবে সমৃদ্ধি পরিমাপের মাধ্যমে
কিভাবে একটি জাতির অগ্রগতি পরিমাপ করা যায়, সেটাই
দেখানো হয় সুখের সূচকে।

0 comments:

Post a Comment