Saturday, April 25, 2015

সিরাজগঞ্জে ভূমিকম্পে ভবনের পলেস্তারা খসে আহত ৫

সিরাজগঞ্জ: ভূমিকম্পে সিরাজগঞ্জ শহরের
মেছুয়া বাজারের দ্বিতল ভবনের ছাদের
পলেস্তারা খসে পড়ে পাঁচ মাছ ব্যবসায়ী
আহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ১৩ মিনিটের দিকে
নেপাল, ভারত ও বাংলাদেশে অনুভূত ভূমিকম্পে
এ দুর্ঘটনা ঘটে।
আহত মাছ ব্যবসায়ীরা হলেন- দুলাল হোসেন
(৫০), মিঠু আহম্মেদ (৪০), মোকতার
হোসেন (৪০), শাহিন সেখ (৪৫) ও রফিকুল
ইসলাম (৪৬)।
আহতদের মধ্যে শাহীন ও রফিককে
সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মাছ ব্যবসায়ীরা জানান, ভূমিকম্পে মেছুয়া
বাজারের দ্বিতল ভবনের ছাদের গ্রেট
বিমের পলেস্তারা খুলে পড়তে শুরু করে।
এ সময় ব্যবসায়ীরা আতঙ্কে ছোটাছুটি শুরু
করেন। এ সময় খসে পড়া পলেস্তারার আঘাতে
পাঁচ মাছ ব্যবসায়ী আহত হন।

0 comments:

Post a Comment