Tuesday, April 28, 2015

তিন সিটিতে জয়ের পথে আ'লীগ সমর্থিত প্রার্থীরা

ঢাকা উত্তর দক্ষিণ ও চট্টগ্রাম সিটি
কর্পোরেশনের নির্বাচন শেষে প্রাপ্ত
ফলাফলে বিপুল ভোটে এগিয়ে আ'লীগ
সমর্থিত মেয়র প্রার্থীরা।জয়ের পথে
চট্টগ্রামে আজম নাসির, ঢাকা উত্তরে আনিসুল
হক ও দক্ষিনে সাঈদ খোকন । ঢাকা উত্তর সিটি
কর্পোরেশনে মোট কেন্দ্র ১০৯৩টি।
প্রাপ্ত ফলাফল: ১৭০, আনিসুল হক : ৬৯,৫৬৯, তাবিথ আওয়াল : ৪৬,৯৮৬। ঢাকা দক্ষিণে মোট ভোট কেন্দ্র ৮৮৯টি। প্রাপ্ত ফলাফল :১৯৬, সাঈদ খোকন ১১২,৫৬৯,মির্জা আব্বাস ৫৮,৩৮৯ ভোট পেয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মোট ভোটকেন্দ্র ৭১৯টি। প্রাপ্ত ফলাফল: ৩৬০টি, আজম নাসির : ২,৪১,৬৫৩ মঞ্জুর আলম ১৩৬,৫৪৯ ভোট পেয়েছেন।

0 comments:

Post a Comment