Saturday, April 18, 2015

সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ইউনিয়ন
পরিষদ (ইউপি) চেয়ারম্যানের
নেতৃত্বে বিএনপির দুই শতাধিক
নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান
করেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সদর
উপজেলার শিয়ালকোল সরকারি
প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত
এক জনসভায় প্রধান অতিথি স্থানীয়
সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে
মিল্লাত মুন্নার হাতে ফুলের তোড়া
দিয়ে ইউপি চেয়ারম্যান জামাল
আকন্দ ও ইউনিয়ন বিএনপির সহ-
সভাপতি ইউপি সদস্য আতাউর রহমানের
নেতৃত্বে বিএনপির দুই শতাধিক
নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান
করেন।
শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের
উদ্যোগে আয়োজিত জনসভায়
অন্যান্যদের মধ্যে সিরাজগঞ্জ-পাবনা
সংরক্ষিত মহিলা সংসদ সদস্য
সেলিনা বেগম স্বপ্না, জেলা ১৪
দলের সমন্বয়ক মোস্তফা কামাল খান,
সদর উপজেলা চেয়ারম্যান মো.
রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ
প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি
হেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী
লীগের সভাপতি আবুল হোসেন,
সাধারণ সম্পাদক গোলাম আজম
তালুকদার বাবলু, যুগ্ম সম্পাদক ও ইউপি
সদস্য শহিদুল আলম উপস্থিত ছিলেন।
এ সময় শাহ জামাল আকন্দ তার
প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে
জননেত্রী শেখ হাসিনার হাতকে
শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী
লীগে যোগদান করলাম।
বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, এপ্রিল
১৮, ২০১৫
আরএ

0 comments:

Post a Comment