Tuesday, April 28, 2015

৮ই মে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,
বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি
অনুযায়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন হতে যাচ্ছে।
৮ই মে কবির ১৫৪তম জন্মবার্ষিকীতে এটির
ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। দ্রুত অর্থায়নের মাধ্যমে এটির
বাস্তবায়ন হবে। গতকাল বিকালে
সিরাজগঞ্জ সার্কিট হাউসে উপস্থিত
সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি আরও
বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে
রাখতে ইতিমধ্যেই শাহাজাদপুরের
কাচারীবাড়িকে ঘিরে নানা প্রস্তুতি শুরু
হয়েছে। ভিত্তিফলক উন্মোচনের পাশাপাশি
বিশাল সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী ভাষণ
দেবেন। এজন্য সংস্কৃতি মন্ত্রণালয়, জেলা
প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবেও নানা
প্রস্তুতি নেয়া হয়েছে।

0 comments:

Post a Comment