Monday, August 7, 2017

সিরাজগঞ্জে কলেজছাত্রীকে গলাকেটে হত্যা

সিরাজগঞ্জে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাঁতী গ্রাম সাথী খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার (৬ আগষ্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত সাথী জগতগাঁতী গ্রামের সাইদুর রহমান বাদলের মেয়ে ও শিয়ালকোল আব্দুল্লাহ আলমাহমুদ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের এইসএসসি পরীক্ষার্থী।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলাম জানান, রোববার বিকেলের দিকে মেয়ে সাথীকে বাড়ীতে রেখে পার্শ্ববর্তী ধুকুরিয়া গ্রামে আত্মীয়ের বাড়ী যান সাইদুর রহমান বাদল ও তার স্ত্রী। রাতে বাড়ী এসে তারা দেখেন সাথী কোথাও নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ী থেকে প্রায় একশো গজ দূরের একটি বাঁশঝাড়ে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ভোরে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


0 comments:

Post a Comment