সিরাজগঞ্জ সরকারি কলেজ অ্যালামনাই এসোসিয়েশন গঠনে আহ্বায়ক কমিটি করা লক্ষে প্রতি শুক্রবার বিকাল ৪.৩০ মিনিটে মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।
অ্যালামনাই এসোসিয়েশন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
সমন্বয়ক সাবেক অধ্যক্ষ আব্দুর রাাজ্জাক ও সদস্য সচিব ছাত্র-ছৃাত্রী সংসদের সাবেক ভি,পি রাশেদ ইউসুফ জুয়েল।
গত শুক্রবার সাবেক শিক্ষার্থীদের নিয়ে এক সভায় এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ফরম বিতরণের মাধ্যমে সদস্য সংগ্রহ করবে। এছাড়াও অ্যালামনাই এসোসিয়েশনের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই কমিটি সদস্য সংগ্রহ করবে। সদস্য সংগ্রহ শেষ হলে একটি পূর্ণাঙ্গ গঠন ও সিরাজগঞ্জ সসরকারি কলেজের ৮০ বছর পূর্তি উদযাপন করবে।
প্রত্যেকের সহযোগিতায় একটি সুন্দর ও সার্থক কমিটি এবং এসোসিয়েশন গঠিত হবে। যার মাধ্যমে সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ও বর্তমানদের মধ্যে সম্পর্ক্য সুদৃঢ় হবে।
উল্লেখ্য, ১৯৪০ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠিত হলেও ৭৮ বছর হতে চললেও কোনো অ্যালাইনাই এসোসিয়েশন গঠিত হয়নি।
সিরাজগঞ্জ সরকারি কলেজ চালু হওয়ার পর থেকে সাবেক শিক্ষার্থীদের নিয়ে এই এসোসিয়েশন গঠন করা হবে।
0 comments:
Post a Comment