Sunday, August 6, 2017

সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর হত্যাকারীদের শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হত্যাকারীদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারক লিপি প্রদান করেছে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ।

আজ রবিবার দুপুরে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার কার্যালয়ে এ স্মারক লিপি প্রদান করেন জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমনসহ স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এ সময় জাতীর পিতার হত্যার সাজা প্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্রুত কার্যকরী ব্যাবস্থা নেওবার আহ্বান জানান ছাত্রলীগের নেতা কর্মীরা।

স্মারকলিপি প্রদানেকালে অরো উপস্থিত ছিলো জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুবায়াত রবিন, যুগ্ন সাধারণ সম্পাদক কাইয়ুম হোসেন, প্রচার সম্পাদক আশিকসহ জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।

0 comments:

Post a Comment