Tuesday, August 15, 2017

সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৯১ সেন্টিমিটার উপরে: বন্যা পরিস্থিতির অবনতি

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির মারাত্বক অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৪৭সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জের ৫ উপজেলার চরাঞ্চলের ২৯টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

পানি বৃদ্ধির ফলে জেলার পাঁচটি উপজেলায় আবারো নতুন করে ২য় দফা বন্যার দেখা দিয়েছে। যুমনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলসহ সিরাজগঞ্জ পৌর এলাকার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নতুন করে প্লাবিত হতে শুরু করেছে চরাঞ্চলের গ্রামগুলো। এরই মধ্যে জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যানদের দেওয়া তথ্য অনুযায়ী জেলার ৫টি উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ডুবে গেছে এসব অঞ্চলের শত শত একর ফসলি জমি।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম জানান ভারতের আসামে বন্যা হওয়ার কারণে যমুনার পানি আরো ৪/৫ দিন বাড়তে পারে। এতে দ্বিতীয় দফায় সিরাজগঞ্জে বন্যা দেখা দিয়েছে।

0 comments:

Post a Comment