সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় ইলিশ ধরার অভিযোগে ৫ জেলেকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে আদালত। এরা হলো মৌহালী গ্রামের সোবাহান সরকারের ছেলে তোফাজ্জল হোসেন (৪৫), বশির উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৪০), রেহাই কাউলিয়ার আয়েন সরকারের ছেলে মোঃ আলম (৩০), চালুহারা গ্রামের পরশ আলীর ছেলে আব্দুস ছালাম (৩৫) এবং জহির উদ্দিনের ছেলে ইউসুফ আলী (২৮)। বৃহস্পতিবার এসব জেলেদের ধরে দুপুরে এনায়েতপুর ঘাটে এনে সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এনডিসি পঙ্কজ চন্দ্র দেব নাথ এই রায় প্রদান করেন। এসময় সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, র্যাব-১২ এর ডিএডি খতিবুর রহমান, চৌহালী মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী সফিকুল ইসলাম সফি উপস্থিত ছিলেন।
আদালত জানায়, নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে চৌহালী-এনায়েতপুর জুড়ে যমুনায় মাছ ধরা অব্যাহত রেখেছে অসাধু জেলেরা। কৌশল অবলম্বন করে উমরপুর, বাঘুটিয়া, ঘোরজান, খাসকাউলিয়া, স্থল ও সদিয়াচাঁদপুর ইউনিয়ন জুড়ে ডিম ওয়ালা ইলিশ মাছ ধরছে। একারনে ভোর থেকে জেলা মৎস্য অফিসার মোঃ মনিরুল ইসলাম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এনডিসি পঙ্কজ চন্দ্র দেব নাথের নেতৃত্বে র্যাব নিয়ে নদী জুড়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। দুপুর পর্যন্ত অভিযান চলাকালে অন্যান্য জেলেরা পালিয়ে গেলে ঐ ৫ জেলেকে মাছ ধরা অবস্থায় ৪০ কেজি ইলিশ ও ২৬ হাজার মিটার জাল সহ আটক করা হয়। পরে তাদের এনায়েতপুর ঘাটে এনে ১৫ দিন করে সাজা দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়। এসময় আটক জাল আগুনে পুড়িয়ে ফেলার পাশাপাশি মাছ গুলো আড়কান্দি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা এতিম খানায় সভাপতি শমষের আলী আকন্দ ও মাওঃ আব্দুল আলীমের হাতে তুলে দেয়া হয়।
0 comments:
Post a Comment