Wednesday, October 12, 2016

জামায়াত ছাড়া সব দলকে আমন্ত্রণ জানানো হবে: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে জামায়াত ছাড়া দেশের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। আর ইতিমধ্যে ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপকমিটির বৈঠক পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিম এসব কথা জানান।
মোহাম্মদ নাসিম বলেন, ইতিমধ্যে ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছি। তবে তারা এখনো আমাদের নিশ্চিত করেনি। যখন তাদের আসা নিশ্চিত করতে পারব তখনই তা গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমরা আশা করি, আমন্ত্রিত অতিথিদের আগমনের মধ্য দিয়ে আমাদের সম্মেলনকে আরও বর্ণাঢ্য হবে। জামায়াত ছাড়া দেশের অন্য সব রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের সম্পদ বলে উল্লেখ করেন নাসিম। তিনি বলেন, ‘জয় দেশের সম্পদ, দল যদি তাকে উপযুক্ত মর্যাদা দেয়, তাহলে তিনি দলের সম্পদ হবেন। সম্মেলনে রংপুর জেলা থেকে জয়কে কাউন্সিলর করায় দেশবাসী অনুপ্রাণিত হয়েছে।’

0 comments:

Post a Comment