তথ্যপ্রযুক্তির সর্বশেষ বিভিন্ন সুবিধা সম্বলিত চারটি স্মার্টবাস উদ্ভোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্মার্ট বাস চারটি উদ্ভোধন করেন। এসব স্মার্ট বাসে আছে ল্যাপটপ, উচ্চগতির ওয়াইফাই ইন্টারনেট, বিগ স্ক্রিন এলইডি টিভি, সাউন্ড সিস্টেম প্রভৃতি। তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড উপলক্ষ্যে আপাতত স্মার্ট বাস চারটি রয়েছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। এই আয়োজন শেষে বাসগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। স্মার্ট বাসগুলো তৈরি করেছে যৌথভাবে সরকারের আইসিটি ডিভিশন, মোবাইল অপারেটর রবি এবং প্রযুক্তি পণ্য নির্মাতা ও সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। স্মার্ট বাসগুলোর মাধ্যমে দেশের সবগুলো জেলার প্রায় ২ লাখ ৪০ হাজার শিক্ষার্থী এবং নারীদের তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া হবে। বাসগুলোতে প্রশিক্ষণে অংশ নেওয়া প্রত্যেকের জন্য আছে একটি করে ল্যাপটপ। এর পাশাপাশি প্রযুক্তি শিক্ষার জন্য আছে আরও বিভিন্ন সরঞ্জাম। প্রতিটি বাসে একসাথে ২৫ জন প্রশিক্ষণে অংশ নিতে পারবে।
0 comments:
Post a Comment