Monday, July 25, 2016

বিএনপি-জামায়াত জঙ্গির মদদদাতা -মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ প্রতিদিনঃ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াত এদেশে জঙ্গির মদদদাতা। বেগম খালেদা জিয়া জামায়াতকে সাথে নিয়ে দেশে জঙ্গি কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে স্বাস্থ্য মন্ত্রী বলেন, মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। এদেশের মানুষ শান্তি চায়। ইসলাম শন্তির ধর্ম। সেই ধর্মের অপব্যাখ্যা করে দেশে জঙ্গি হামলা চালিয়ে কোন লাভ হবে না।
রবিবার সন্ধ্যায় বগুড়ার ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ধুনট উপজেলা ১৪ দলের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মঈন উদ্দিন খান বাদল, বাংলাদেশ সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলীপ বড়ুয়া, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, বাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউর রশিদ খান, হিন্দু বৈদ্ধ্য, খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা ড. নিম চন্দ্র ভৌমিক, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য লুৎফর রহমান, জাতীয় পার্টির (জেপি) সংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, গণ-আজাদী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আতাউল্লাহ খান প্রমুখ। জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল হাই, ওর্য়াকাস পার্টির সদস্য কমরেড সালেহা ।

0 comments:

Post a Comment