Wednesday, July 13, 2016

জঙ্গিবাদ রোধে এলাকায় গিয়ে জনসচেতনতা গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

ঢাকা : মন্ত্রী, এমপিদের নিজ নিজ এলাকায় গিয়ে জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই তাগিদ দেন। বৈঠকে অংশ নেয়া মন্ত্রিসভার একজন সদস্য একথা জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। প্রতিটি এলাকা যেন আমাদের নজরদারিতে থাকে সে বিষয়েও খেয়াল রাখতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার আন্তরিকতার সঙ্গে গুলশানের ঘটনা মোকাবেলা করেছে। দেশের বাইরে অনেকে মনে করতে পারে যে আমরা পশ্চাৎপদ। কিন্তু আমরা তা নই। আমরা ভালোভাবেই গুলশানের ঘটনা সামাল দিতে পেরেছি।’

0 comments:

Post a Comment