Sunday, July 10, 2016

'নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষা দেয়া হয়, তা খোঁজ নিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।'

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, 'নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষা দেয়া হয়, তা খোঁজ নিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।'
তিনি বলেন, 'শোলাকিয়ায় ঈদ জামাতের মাঠের কাছে পুলিশের ওপর হামলার ঘটনায় নিহত যুবকও নর্থ সাউথের। ওখানে কি শিক্ষা দেয়া হচ্ছে, কি লেখাপড়া শিখানো হচ্ছে। এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।
বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কার্যালয়ে রবিবার ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আয়োজিত এক যৌথ সভায় মোহাম্মদ নাসিম প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। ১৪ দলের আহ্বানে কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকালের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশকে সফল করতে এই সভার আয়োজন করা হয়।
মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের পরিচালনায় সভায় বর্ধিত সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
মোহাম্মদ নাসিম বলেন, 'টুপি, পাঞ্জাবী পরে মানুষকে হত্যা করা হচ্ছে। এটা কোন ধর্ম। ধর্মের নাম দিয়ে একাত্তরের পরাজিত শক্তিরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। বিএনপি-জামায়াত আগুন দিয়ে মানুষ হত্যা করে সরকার উৎখাতে ব্যর্থ হয়ে এখন আবার নতুন খেলায় নেমেছে। দেশের মানুষ তাদের এই অপচেষ্টাও প্রতিহত করবে।'
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের প্রত্যেকটি পাড়া-মহল্লায় সন্ত্রাস বিরোধী কমিটি গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, 'প্রত্যেক পাড়ায় মহল্লায় সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করুন। তবে কমিটি যেন আওয়ামী লীগের না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে কমিটির প্রধান হিসেবে মসজিদের ইমাম, স্কুলের শিক্ষকসহ সর্বসাধারণকে রাখতে হবে।' খবর- বাসস।

0 comments:

Post a Comment