Saturday, July 23, 2016

সিরাজগঞ্জে গাঁজা ও ট্রাকসহ চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট: সিরাজগঞ্জে দু’শ’ কেজি গাঁজা ও ট্রাকসহ জুয়েল (২৫) নামে এক চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ জুলাই) দিনগত বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকা থেকে গাঁজা ও ট্রাকসহ তাকে আটক করা হয়।
আটক জুয়েল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মাদলা এলাকার বাসিন্দা।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম জানান, কুমিল্লা থেকে উত্তরবঙ্গের দিকে গাঁজাবাহী ট্রাকটি যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপারে চেকপোস্ট বসিয়ে গাঁজা ও টাকসহ চালককে আটক করা হয়।
এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

0 comments:

Post a Comment