জঙ্গীবাদ, সন্ত্রাস এবং গুপ্তহত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রতিবাদ সভা ও মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি উদ্যোগে সমিতির কার্যালয়ে প্রতিবাদ সভা শেষে আদালত চত্বরে মানববন্ধন করে আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট রেজাউল করীম রাখালের সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাসিম সরকার হাকিম, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আব্দুর রহমান, জিপি এ্যাডভোকেট জাহিদ হোসেন, সাবেক পিপি এ্যাডভোকেট রেজাউল করীম তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট রজব আলী সরকার, সাবেক সভাপতি নুরুল আমীন, সাবেক সভাপতি আব্দুল লতিফ, সাবেক সাধারন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডভোকেট মীর রুহুল আমীন বাবু, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস.এম. আব্দুর হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান, এ্যাডভোকেট বিমল কুমার দাস, এপিপি এ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, কায়সার আহমেদ লিটন প্রমুখ।
0 comments:
Post a Comment