Wednesday, February 10, 2016

চলে এসো সিরাজগঞ্জে এম এ সবুর

চলে এসো সিরাজগঞ্জ
এম এ সবুর

যদি সত্যিই কখনও মন কাদে
তবে চলে এসো সিরাজগঞ্জের ট্রেন ধরে,
অামি ষ্টেশনে তোমার অপেক্ষায় থাকবো।
কথা দিচ্ছি, অার এমনটা হবে না
অন্তত এক সপ্তাহ অামি তোমায় দেবো
সিরাজগঞ্জের ছড়ানো ছিটানো প্রতিটি
থানার ঐতিহ্য, কৃর্তিগুলো ঘুরে ঘুরে দেখাবো।

সিরাজগঞ্জের খান ভাসানী, ক্যাপ্টন মুনসুর,
কবি সিরাজীর বাংলো বাড়ী যাবো
যমুনা সেতু, ইকো পার্ক দুজনে ঘুরে ঘুরে দেখবো
বিকেলে যমুনার পাড়ে ক্লোজারে দাড়িয়ে
যমুনার চরে সুর্য্য ম্লান হওয়া দেখবো,

উল্লাপাড়ার রশিদ তর্কবাগীশের ভিটেতে যাবো,
দেশ বিখ্যাত নবরত্ন মন্দিরে প্রাচীন কৃর্তি দেখাবো
রেললাইনের উপর বৃটিশের গড়া ঘাটিনা ব্রীজ দেখে
বিকেলে সলপের বিখ্যাত ঘোল সাথে মুড়ি মুরকি
দুজনে পেট ভরে খেয়ে বাড়ী ফিরবো।

তুমি এলে শাহজাদপুরে রবিন্দ্রনাথের
কাচারী বাড়িতে ঘুরতে যাবো
ছয় অানি পাড়ার পুরনো দুই গুম্বজ মসজিদ দেখবো,
বিখ্যাত কাপড়ের হাটে গিয়ে তোমার জন্য,
নকঁশী বুনা তাঁতী শাড়ী কিনবো
সাহিত্যরত্ন অর্জিত কবি নজিবর রহমানের
বাড়ী গিয়ে তার লেখা বই সংগ্রহ করবো
শাহ মখদুমের মাজার জিয়ারত করবো।

বেলকুচির খাজা ইউনুস অালী মেডিকেল
কলেজ ও হাসপাতালের ক্যাম্পাস ঘুরবো,
তাঁতপল্লীতে গিয়ে কাপড় বানান দেখবো,
তুমি কনকচাঁপার বাড়ী যাবে বলেছিলে!
সেখানেও একদিন হাটতে হাটতে যাবো
কবি মকবুলা মঞ্জুর, গীতিকার রজনী কান্ত সেন,
নাতনী সুচিত্রা সেনের জন্মবাড়ী দেখাবো
গণিত সম্রাট যাদব চন্দ্র চক্রবর্তীর গণিত
সম্রাট হবার গল্প শোনাবো

তাড়াশের নামকরা জয়সাগর দিঘীর পানিতে
হাত ভিজিয়ে দেবো তোমায়,
বিশ্ব বিখ্যাত চলনবিলের নাম শুনেছো?
তোমাকে নিয়ে চলনবিলে নৌকায় ঘুরবো
শাপলা ছিড়ে মালা বানাবো।
চলনবিলের শত শত মণ শুটকির গন্ধে
তুমি যখন বিরক্ত হবে তখন বাড়ী ফিরবো।

যদি সত্যিই মন কাদে
তবে চলে এসো সিরাজগঞ্জে।

0 comments:

Post a Comment