পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে নিয়ে উস্কানিমূলক আচরণ করে তার মাশুল গুণছেন রমিজ রাজা। এ নিয়ে ক্ষোভের পুরোটাই উইকিপিডিয়ায় ঢেলে দিয়েছেন সাকিব ও তামিম ভক্তরা।
A
যে কেউই বদলাতে পারেন উইকি পেজ। সেই ধারাবাহিকতায় এই পেজের নাম বদলে ফেলেছেন কতিপয় ভক্ত। নাম দিয়েছেন ‘রামিজ হাসান গাজা।’শুধু তাই নয় শুরুর বর্ণনাতেও পরিবর্তন আনা হয়েছে। সেখানে বলা হয়েছে বর্তমান পাকিস্তান ক্রিকেটার ও বর্তমান মাদক চোরাচালানি রমিজ রাজা!।
A
যিনি ভক্তদের কাছে নিজের পক্ষপাতমূলক আচরণের কারণে ঘৃণিত একজন ব্যক্তি।
A
তবে আধা ঘণ্টা পরই পূর্বের রূপে ফিরে আসে রমিজ রাজার উইকি পেজ। দায়িত্ব প্রাপ্ত অ্যাডমিনের হাতেই পূর্বের তথ্যগুলো জুড়ে দেওয়া হয় পেজে।
0 comments:
Post a Comment