সিরাজগঞ্জে কৃষি, শিল্প ও বানিজ্যমেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
শুক্রবার বিকেল সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট গোলাম আবু ইউসুফ সূর্যর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না এমপিসহ আরো অনেকে।
বানিজ্যমেলার বিষয়ে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট গোলাম আবু ইউসুফ সূর্য্য পরিবর্তন ডটকমকে বলেন, মেলায় ৯০টি স্টল স্থাপন করা হয়েছে। স্টলগুলোতে আন্তর্জাতি কমানের পণ্যের পাশাপাশি সিরাজগঞ্জের ঐহিত্যবাহী বিভিন্ন পণ্যের শো-রুম থাকবে।
এর মধ্যে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্প, শাহজাদপুরের দুগ্ধ শিল্প ও কুটির শিল্পের প্রদর্শনী ও বিক্রয় করা হবে।
এছাড়াও দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য প্রতিদিন সিরাজগঞ্জ এবং ঢাকার শিল্পিদের পরিবেশনায় সঙ্গীত সন্ধ্যারও আয়োজন করা হয়েছে।
মেলার উদ্বোধনের তিন দিন আগে থেকেই কিছু কিছু স্টলে কেনাবেচা শুরু হয়ে গেছে বলেও জানান তিনি।
0 comments:
Post a Comment