Wednesday, February 24, 2016

যমুনায় গরু বোঝাই নৌকা ডুবে ২১ গরু নিখোঁজ

সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনা নদীতে ২৭ টি গরু নিয়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এসময় ৬টি গরু সাতরিয়ে তীরে উঠলেও বাকি ২১টি গরু ও নৌকা নিখোজ রয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় চলছে উদ্ধার অভিযান।
এনায়েতপুর নৌকা ঘাটের ইজারাদার মোক্তার হোসেন জানান, বুধবার সন্ধ্য ৬টার দিকে ২৭টি গরু বোঝাই একটি ইঞ্চিন চালিত নৌকা এনায়েতপুর ঘাট থেকে টাঙ্গাইলের চারাবাড়ির উদ্দ্যেশে রওনা হয়। কিছু দুর যাবার পরই হাঠাৎ করে নৌকাটি যমুনা নদীতে তলিয়ে যায়। এসময় ৬টি গরু সাতরিয়ে তীরে উঠলেও বাকি ২১ টি গরু সহ নৌকাটি নিখোজ হয়। ২১ টি গরুর মুল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা। যমুনায় ¯স্রোত না থাকলেও অসাবধানতা বসত এ দূর্ঘটনা ঘটতে পারে বলে ধারনা প্রত্যক্ষদর্শীদের।
ঘটনার সত্যতা স্বীকার করে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন বলেন, স্থানীয়দের সহায়তায় আমরা ৬ টি নৌকা নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।

0 comments:

Post a Comment