নিহাল খানঃ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহ-২০১৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।সেবা সপ্তাহ উপলক্ষে "ডিজিটাল দেশ গড়ি সরকারি রাজস্ব আদায় করি " স্লোগানসহ বিভিন্ন স্লোগানের মাধ্যমে (২৭ -২৯ জানুয়ারি ) পর্যন্ত তিনদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলাতে নাগরিকদের ভূমি সংকান্ত সেবাও সহায়তা প্রদানের জন্য মোট ১৪ টি স্টল বসানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২ টায় পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামীম আহমেদ এর সভাপতিত্বে বেলুন উড়িয়ে উক্ত ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব বিল্লাল হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রতাপ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জনাব আরিফুজ্জামান। এছাড়া অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা সাব রেজিস্টার জনাব ইলিয়াস হোসেন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রেজাউল হক, শাহজাদপুর প্রেস ক্লাব এর সভাপতি বিমল কুমার কুন্ডু, বিশিষ্ট শিক্ষাবিদ আজিজ রহমান। উদ্ভোধনি অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন ও কবিতা আবৃতি করে শাহজাদপুরের স্থানীয় শিল্পীবৃন্দ।
0 comments:
Post a Comment