সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ করার দাবিতে বিক্ষোভ করেছে কয়েকশ চাকরিপ্রার্থী। শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করা তারা। এতে ওই এলাকায় যান চলাচল হয়ে যায়। ফলে ছুটির দিনেও চরম ভোগান্তিতে পরে সাধারণ মানুষ।
পরে পুলিশ ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের মূল রাস্তা থেকে সরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।
সাধারণ ছাত্র-ছাত্রী পরিষদ’ ব্যানারে কয়েকশ শিক্ষার্থী বিকালে শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে অবস্থান নেন। পরে বেলা ৪টার দিকে তারা শাহবাগ মোড়ে চলে এলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আন্দোলনকারীদের একজন নেতা সেখানে বলেন, সরকার অবসরের বয়সসীমা বাড়িয়ে ৫৭ বছর থেকে ৫৯ বছর করেছে। মুক্তিযোদ্ধাদের জন্য ৬০ বছর করা হয়েছে। শিক্ষকদের ৬৫ বছর ও বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর করা হয়েছে।
“অথচ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সেই ৩০ বছরই রাখা হয়েছে। এতে দিন দিন বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।”
বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জটের কারণে একজন শিক্ষার্থীর লেখাপড়া শেষ করতেই চাকরিতে ঢোকার বয়স ফুরিয়ে আসে অভিযোগ করে এই সীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবি জানান তিনি।
0 comments:
Post a Comment