সোমবার ২৫.০১.২০১৬
রাজশাহীর বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ মনির হোসেন আনুষ্ঠানিক ভাবে তাদের এই শপথ বাক্য পাঠ করান। রাজশাহীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল পাবনা, সিরাজগঞ্জ ও জয়পুরহাটের ১৬ মেয়র ও ২০৭ কাউন্সিলরদের শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহীর স্থানীয় সরকার অধিদপ্তরের পরিচালক আমিনুর ইসলাম, উপ-পরিচালক শাওগাতুল আলম, রাজশাহী মহানগর পলিশের উপ পুলিশ কমিশনার তানভির হায়দার চৌধুরী, জয়পুর হাটের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহম্মদ হোসন, পাবনার স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুর রফিক ও সিরাজগঞ্জের স্থানীয় সরকারের উপ-পরিচালক শামসুজ্জামান। পাবনা জেলার ৭ জন মেয়র সিরাজগঞ্জের ৬ মেয়র এবং জয়পুর হাটের তিন মেয়র শপথ গ্রহণ করেন। এছাড়াও পাবনা জেলার সাধারন কাউন্সিলর ৬৯ জন ও সংরক্ষিত ২৩ জন, সিরাজগঞ্জের ৬০ জন সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত ১৯ জয়পুর হাটের সাধারন ২৭জন এবং সংরক্ষিত ৯ জন শপথ গ্রহণ করেন।
0 comments:
Post a Comment