সিরাজগঞ্জ প্রতিদিন

সিরাজগঞ্জের সবচেয়ে জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ সাইট

বঙ্গবন্ধু বহুমুখি সেতু

যমুনা সেতু তথা যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। এর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইহা যমুনা নাদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এইটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু।

ইলিয়ট ব্রিজ

ইলিয়ট ব্রিজ সিরাজগঞ্জ শহরের কাটা খালের উপরে লোহা ও সিমেন্টের সমন্বয়ে তৈরী। সিরাজগঞ্জ শহরকে দেখার জন্য কাঁটাখালের উপরে প্রায় ৩০ ফুট উঁচু করে ইংরেজ এসডিও মিঃ বিটসন বেল আই, সি, এস, সাহেব ১৮৯৫ সনে ৪৫,০০০ টাকা খরচ করে বাংলার তৎকালিন ছোট লাট স্যার আল ফ্রেড ইলিয়ট সাহেবের নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন। নামানুসারে এই ব্রিজ তৈরী করেছিলেন।

Tuesday, November 29, 2016

সিরাজগঞ্জ টাইগার্স টানা দ্বিতীয় জয়, সিরাজগঞ্জ গ্ল্যাডিয়েটর্স ৮ উইকেটে হারলো


এলিস বচ্চনের রিপোর্টঃ চতুর্থদিনেও এমন দৃশ্য দেখা গেল শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান আশরাফুলকে দেখার জন্য সবশ্রেণীর দর্শক উপস্থিত হয়। কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে, পুলিশবাহিনীর এসআই মামুনের চৌকস নেতৃত্বে মাঠে সব দর্শককে মাঠে ঢুকতে দেননি। প্রথম দফায় সফল হলেও খেলার শেষদিকে স্টেডিয়ামের আশেপাশের কিছুসংখ্যক লোক নিজেদের এলাকা মনে করে প্রবেশ করলেও এসআই মামুন একটাও ছাড় দেননি। মাঠের বাইরে বা গ্যালারী উঠে যাওয়ার জন্য আদেশ দেয়া হয়। দ্বিতীয় দফায় সেই আদেশ উপেক্ষা করে মাঠে একেবারে জনস্রোতে পরিণত হয়। সেকি দৃশ্য। একই সাথে মাঠে ডিজে পার্টি সারাক্ষণ প্রাণবন্ত পরিবেশ উজ্জীবিত পরিণত করতে সক্ষম হয়। তবুও এসপিএলের টানে স্থানীয় সোজা গ্যালারীতে উঠে যান। তবুও তো টুয়েন্টি টুয়েন্টির এই অভূতপূর্ব খেলা দেখতে অনেক দর্শকরা হাজির ছিলেন একমাত্র আশরাফুলের আর সিরাজগঞ্জ ক্রিকেটার্স এ্যাসিয়েশনের জন্য। সিরাজগঞ্জ ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের অনুমতিসাপেক্ষে এক্রিটেশন কার্ড বা অফিসিয়াল কার্ড ছাড়া কেউ মাঠে প্রবেশাধিকারের কোনো সুযোগ নেই। এটা আন্তর্জাতিক ক্রিকেটের প্রথামাফিক নিয়ম। সেই প্রথার নিয়ম দর্শকরা মানতে নারাজ। তাদের দাবি স্টেডিয়ামটা আমাদের। আমরা স্টেডিয়াম এলাকার লোক। তাই সবার আগে মাঠে ঢোকার অধিকার পাই। কিন্তু কথা হলো, জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব মাঠ হলো সরকারি ক্রীড়া প্রতিষ্ঠানের। সেহেতু, পুলিশবাহিনীদের দখলে থাকে। ‘ঘরের লোকদের এখানে সেই প্রবেশাধিকার নাইÑবললেন এসআই মামুন। স্থানীয় লোকদের দাবি, ‘না এটা আমাদের মাঠ।’ এভাবে হলে তো এখানে আন্তর্জাতিক খেলার ভেন্যু কোনোদিনই স্বীকৃতি পাবে না। তার কারণ, স্থানীয় দর্শকদের এমন নেতিবাচক। মাঠে জায়গা নিয়ে বাদানুবাদ হয়। এটা ঘটছে তাদের নেতাগিরির ভাব দেখানো নিয়ে।
যাহোক, গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ গ্ল্যাডিয়েটর্স সম্মাণজনক স্কোর গড়তে আবারো ব্যর্থ হলো। এর আগে সিরাজগঞ্জ নাইট রাইটার্স সর্বনিম্ন রান ১১০। গতকাল গ্ল্যাডিয়েটস করলো ১০৬  রান। এটাই টি২০’র সর্বনিম্ন স্কোর। ক্রিকেটের মান অনুযায়ী স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স উল্লেখযোগ্য নয়। প্রত্যাশা করার মতো এটা একেবারে বাজে। সোজা কথা, দর্শকরা গতকালকে খেলা দেখে তৃপ্তি খুঁজে পাননি। না ছিল সাসপেনসন। আর না ছিল নাটকীয়তা। নইলে এই নতুন ফর্মেটের পদ্ধতি অনেক খেলোয়াড়ের কাছে অজানা। একমাত্র একমাত্র আশরাফুলই ভালো জবাব দিয়ে গেছে। তার অভিজ্ঞতা অনেকের চেয়ে একদম আলাদা। মাঠের কন্ডিশন আর যাই হোক, ক্ষুদে সাকিব কিশোর বালক বয়সে এই টুয়েন্টিতে খেলার কথা না। কিন্তু হয়ে গেছে। তার কারণ, সাকিব তার স্বভাবগত অনুযায়ী ক্রিকেটের মেজাজটা বুঝে গেছেন। কিন্তু তার মতো অনেক কিশোর বালক সারা সিরাজগঞ্জে রয়েছে। কিন্তু ক’জন সুযোগ পায়? লটারির নাম উঠে সাকিবের নাম। আর বাকিরা আলোচনার বাইরে।
গতকালই দেখা গেলো দুপুরে। মুদ্রা নিক্ষেপের সময় টুর্নামেন্টের সদস্যসচিব মারুফ সিরাজী মাইক্রোফোন নিয়ে মাঠের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। দু’দলের ক্যাপ্টেন ডাকলেন। টস হলো। জয়ী হলো গ্ল্যাডিয়েটর্স। ক্যাপ্টেন সুনামের সঙ্গে মাইক্রোফোন করেন মারুফ সিরাজী। কিছু চুটকি কথাও বলেন। এরপরে টাইগার্সের মিলনও কথা বললেন। বেশ ইতিবাচক কথা সেরে নিলেন। আর কিছুক্ষণ পরেই টুর্নামেন্টের যুগ্মআহ্বায়ক জিয়াবাবু পিচের উপর রিপোর্টি করলেন। হাফ ইংরেজিতে হাফ বাংলায়। বেশ ভালো মনে হয়েছে। উপস্থাপনায় এরা যে পারেন সেটা কাউকে বলে দিতে হবে না। এই প্রথম তারা এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে সিরাজগঞ্জের ক্রিকেটকে অনেক দূরে টেনে গেলেন তারা দুইজন। মারুফ ও জিয়াবাবুই প্রথম দৃষ্টান্ত দেখালেন। স্থানীয় দর্শকরা চেয়ে চেয়ে দেখলেন তাদের দুইজনের উপস্থাপনায় উপমার কথা শুনে। মারুফ ও জিয়াবাবুকে উইশ করলেন আয়োজকরা।
যথারীতি মাঠে নামেন দুই আম্পায়ার আশফাক উল আজিজ সুমন ও মুরাদুজ্জামান মুরাদ। টিয়া রঙের পোশাক। কালো প্যান্ট। সাদা বল। খেলোয়াড়দের রঙিন জামা। যেনো ভিন্ন পরিবেশ। আর সঙ্গে টিপটপ বাহারী রকমের দুটি কালো সাইটস্ক্রিণ। মাঠের দক্ষিণে ও উত্তরে দুটি বিগ ব্যাঙের ছাতা। মাঠের পশ্চিমে ডিজে পার্টির প্রচারণা। পরিচালনা করেন ডিজে এলিন। ছক্কা ও বাউন্ডারি হলেই বেজে ওঠে এ্যাট্রাকশন থিম ট্র্যাক। আর মাঠে অবস্থানরত সিরাজগঞ্জ ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সবুজ জামা পড়া আর গলায় ঝুলিয়ে রাখা অফিসিয়াল কার্ড। মাঠের পূর্বদিকে অস্থায়ী তাবুতে অফিসিয়ার স্কোর বোর্ড ও স্কোরার থাকছেন। দলীয় রানের হিসাব আর ক্যালকুলেটর রেকর্ড রাখছেন দুইজন। সাইদুল বারী রূপো ও স্কোর কার্ডে আশিক নাঈম। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য ভিআইপি অস্থায়ী তাঁবু প্রস্তুত রাখা হয়েছে। এখানে শুধুমাত্র দলের খেলোয়াড়, কর্মকর্তা ও শুভাকাক্সক্ষীরা বসার অধিকার পাচ্ছেন। মাঠের দক্ষিণে ও উত্তরে এই দৃশ্যমান চোখে পড়বে।
আর মেইনগেইট লাগোয়া অস্থায়ী পুলিশ বাহিনীর সদস্যদের জন্য বসার ব্যবস্থা করে দিয়েছে সিরাজগঞ্জ ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বিশেষ সৌজন্যে।

দুপুর ১টা। গ্ল্যাডিয়েটর্সের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফিরোজÑপিয়াস জুটি নামেন। সেই শুরু। তারপর সবশেষে স্কোরবোর্ডে দেখা গেলÑএকদম নড়েবড়ে অবস্থা! রান অল্প। এই রান দেখে অনেকের ভালো লাগবে না। এমনকি ফ্র্যাঞ্চাইজির মালিকও পর্যন্ত খুশি ননÑদলের এই রান দেখে! ‘৬ উইকেট, ১০৬ রান’। ১২০টি বল খেলে এই দশা করলো গ্ল্যাডিয়েটর্স। গ্ল্যাডিয়েটর্সের প্রতিটি পার্টনার ব্যাটসম্যানেরা প্রতিপক্ষ টাইগার্সের বোলারের তোপের কাছে কুপোকাত হয়ে গেছেন। ফলে বেশি রান ওঠেনি। পাশাপাশি টাইগার্সের ফিল্ডারদের অসামান্য দক্ষতায় গ্ল্যাডিয়েটর্সের রান আটকে দেন। সেটা সম্ভব হয়েছেÑঐ ৯৮ নাম্বার পিরহান পরিহিত আশরাফুলের একক বুদ্ধিমত্তার পরিচয়ের ফল।
দিনের উল্লেখযোগ্য দিকটি ছিল অনেকদিন পর একটি স্বাস্থ্যসম্মত ইনিংসের খেলা উপহার দেন টাইগার্সের দলপতি ওপেনার মিলনের হাফসেঞ্চুরী। যিনি শুরু থেকেই উইকেটের চারপাশে পিটিয়ে খেলেন। এমন মহাকাব্যিক ইনিংসের খেলা মিলন যেনো একাই টেনে নিয়ে যান নিশ্চিন্তে..। ৫২টি বল মোকাবেলা করে ৫৯ রান। যথেষ্ট! তিনি উইকেটে যতক্ষণ ছিলেন ততক্ষণ পর্যন্ত ৫টি বাউন্ডারী ও ৩টি ওভার বাউন্ডারী পিটিয়েছেন বোলারদের বল উড়িয়ে দিয়ে। ৩ ওভার অর্থাৎ ১৮ বল অব্যবহৃত ওভার রেখেই নির্ধারিত রানের দরজায় প্রবেশ করলো সিরাজগঞ্জ টাইগার্স। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ জিতলো টাইগার্স বাহিনীরা। ২ খেলায় ৬ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে আছে টাইগার্স ও সুপার কিংস্। কিন্তু বড়ই হতাশের খবর হলো, আশরাফুল বেশি রান করতে পারেননি। ২৯ মিনিট ক্রিজে ছিলেন। ব্যক্তিগত ১০ রানে এলবিডাবলিউ হয়ে যান গ্ল্যাডিয়েটর্সের ৪ নম্বর বোলার শ্যানের বলে। যেই আশরাফুল আউট হলেন, অমনি উপস্থিত ভিড় জমে যাওয়া দর্শক ফাঁকা হতে শুরু করে। মানে দর্শকরা বাড়ির পথ ধরেন। তারা এসেছিলেন আশরাফুলকে ব্যাটিংয়ের নজরকাড়া খেলা দেখতে। কিন্তু আশরাফুল ভক্তরা হতাশ হয়ে মাঠ ছেড়ে যান।
সংক্ষিপ্ত স্কোর কার্ড :
সিরাজগঞ্জ গ্ল্যাডিয়েটর্স : ১০৬/৬, ২০ ওভার (ফিরোজ ১২, পিয়াস ২০, শ্যান ৩৮, সুনাম ৪, হাসান ১৯, শুভ ৫, আকাশ অপরাজিত ৫ ও রাব্বি অপরাজিত ০। ইমরান ৩/২৩, সাকিব ১৪/২, আশরাফুল ০/১৯, মিলন ০/২৩, মিম ০/২৭)
সিরাজগঞ্জ টাইগার্স : ১০৭/২, ১৭ ওভার (মিলন অপরাজিত ৫৯(৫২টি বল), মেহেদী অপরাজিত ১৯ (৪টি বাউন্ডারী), আশরাফুল ১০ (১৬টি বল, ১টি ছক্কা), মিলন ৭। শাহেনশাহ শুভ ১/১৫, শ্যান ১/২৫, ফিরোজ ০/১০, রাব্বি ০/১৬, রাজ্জাক ০/১৯, হাসান ০/২২)
ম্যান অব দ্য ম্যাচ : দলপতি মিলন। ৫৯ রান ও ২৩ রানে ০ উইকেট।
গ্ল্যাডিয়েটর্স : সুনাম (অধিনায়ক ও উইকেটকিপার), হানি, শ্যান, হাসান, শাহেনশাহ শুভ, রাজ্জাক, আকাশ, পিয়াস, রাব্বি, আলহাজ্ব ও ফিরোজ। দ্বাদশ খেলোয়াড় মেহেদী।
টাইগার্স : মিলন (অধিনায়ক), মিলন (উইকেটকিপার), আশরাফুল, মিম, আলামিন, সাকিব, মেহেদী, সোহান, রাফুল, ইমরান ও রকি। দ্বাদশ খেলোয়াড় তৌহিদ।
আম্পায়ার : আশফাক উল আজিজ সুমন ও মুরাদুজ্জামান মুরাদ। স্কোরার : সাইদুল বারী রূপো। স্কোরবার্ড : নাঈম।
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় খেলবে সিরাজগঞ্জ সুপার কিংস্ বনাম সিরাজগঞ্জ নাইট রাইডার্স।

সিরাজগঞ্জ এক্সপ্রেসের আসন বৃদ্ধি ও সময়সূচি পরিবর্তন, ১৩’ই ডিসেম্বর থেকে কার্যকর

অনলাইন ডেস্ক:
সিরাজগঞ্জ এক্সপ্রেস টেনের সময়সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রনালয়। একটি প্রজ্ঞাপন জারি করে রেলপথ মন্ত্রনালয় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি’র আসন সংখ্যা বৃদ্ধিসহ ঈশ্বরদি-সিরাজগঞ্জ-ঢাকা চলাচলের অপ্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করে সরাসরি সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত চলাচলের সিদ্ধান্তও ঘোষনা করেছে।
মঙ্গলবার জারিকৃত রেলপথ মন্ত্রনালয়ের প্রঙ্গাপন অনুযায়ি আগামী ১৩’ই ডিসেম্বর থেকে ভোর ছয়টা’য় সিরাজগঞ্জ বাজার স্টেশন ত্যাগ কওে জামতৈল রেলওয়ে স্টেশন হয়ে সকাল ১০ টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌছবে সিরাজগঞ্জ এক্সপ্রেস। আবার বিকেল পাচটায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করে রাত ০৯’টা ১৫ মিনিটে সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌছবে নতুন ভারতীয় বিজি কোচের ১০৫৬ আসনের এই ট্রেনটি।
রেলপথ মন্ত্রনালয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন স্বাক্ষরিত ও অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) রফিকুল ইসলাম প্রেরিত রেলপথ মন্ত্রনালয়ের ৫৪.০১.২৬০০.০০৮.১৮.০১৪.১৫ নং স্মারকের প্রঙ্গাপনে জানা যায়, সিরাজগঞ্জ বাজার স্টেশন বাংলাদেশ রেলওয়ের একটি গুরুত্বপূর্ন রেলওয়ে স্টেশন। ফেরী চলাচলের মাধ্যমে রেলওয়ে যোগাযোগ চালু থাকা কালে সিরাজগঞ্জ বাজার স্টেশন ছিল পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রবেশদ্বার। বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে ২৩ জুন ১৯৯৮ তারিখে ট্রেন চলাচল আরম্ভ হলে সিরাজগঞ্জ বাজার স্টেশন হয়ে পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়।
জেলা শহর সিরাজগঞ্জের সাথে রাজধানী ঢাকার রেলওয়ে যোগাযোগ পুনঃস্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও সিরাজগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় গত ২৭ জুন ২০১৩ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু করা হয়। এর মাধ্যমে আবারও রেলপথে সংযুক্ত হয় সিরাজগঞ্জ।
কিন্তু ঢাকা অথবা সিরাজগঞ্জ বাজার স্টেশনে বিজি ওয়াশপিট না থাকায় ঈশ্বরদীতে পিট এটেনশনের জন্য ঢাকা-সিরাজগঞ্জ বাজার স্টেশন এর পরিবর্তে ঢাকা-জামতৈল-সিরাজগঞ্জ বাজার-জামতৈল-ঈশ্বরদী রুটে সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল করতে থাকে।
রেলপথ মন্ত্রনালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ি সিরাজগঞ্জ এক্সপ্রেস প্রতিদিন সকাল ০৭’টা ৪৫ মিনিটে ঈশ্বরদী স্টেশন ত্যাগ করে সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌছে বেলা ০৯’টা ৫০ মিনিটে। বেলা ১০’টা ৪০ মিনিটে এই স্টেশন ত্যাগ করে দুপুর ০৩’টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌছে। বিকেল ০৫’টায় ঐ স্টেশন ত্যাগ করে রাত ০৯’টা ২৫ মিনিটে সিরাজগঞ্জ বাজার স্টেশনে যাত্রি নামিয়ে ঈশ্বরদী পৌঁছে রাত ১২’টায়।
ঢাকা-জামতৈল-সিরাজগঞ্জ বাজার-জামতৈল-ঈশ্বরদী রুটে চলাচল করায় ঈশ্বরদী থেকে জামতৈল পর্যন্ত যাত্রীদের চলাচলে অতিরিক্ত প্রায় দুই ঘন্টা সময় ব্যয় হয়। ফলে ঈশ্বরদী-জামতৈল সেকশনের যাত্রীগণ এই ট্রেনে ভ্রমণে অনাগ্রহী হয়ে পড়ে।
অক্টোবর ২০১৬ মাসে ঈশ্বরদী-জামতৈল সেকশনে ৭৭৫ নম্বর ট্রেনে ১০২৭০ কোটার বিপরীতে মাত্র ১৪৩৬টি টিকেট (অকুপেন্সি ১৪%) ও ৭৭৬ নম্বর ট্রেনে ৭৮২৬ কোটার বিপরীতে ২২২টি টিকেট (অকুপেন্সি ৩%) বিক্রয় হয়। যাত্রী চাহিদা না থাকা সত্তেও কেবল পিট এটেনশনের জন্য সিরাজগঞ্জ এক্সপ্রেস ঈশ্বরদী পর্যন্ত পরিচালনা করতে হয়।
কিন্তু সম্প্রতি বিজি ওয়াশপিট নির্মিত হওয়ায় সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ অন্যান্য বিজি ট্রেনের পিট এটেনশন এখন থেকে ঢাকায় করা হবে। এজন্য সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী পর্যন্ত পরিচালনার আর কোন প্রয়োজন নাই।
এ অবস্থায় সিরাজগঞ্জবাসির আন্দোলন ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত), সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি’র ক্রমাগত প্রচেষ্টা ও যোগাযোগের ফল হিসেবে প্রথমে চলতি বছরের ২০’ই জুন মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা নতুন ভারতীয় বিজি কোচ দিয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন টু কমলাপুর রেলওয়ে স্টেশন সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচলের অনুমোদন প্রদান করেন।
এরপর রেলপথ মন্ত্রনালয়ের প্রঙ্গাপন অনুযায়ি আগামী ১৩’ই ডিসেম্বর থেকে ভোর ছয়টা’য় সিরাজগঞ্জ বাজার স্টেশন ত্যাগ কওে জামতৈল রেলওয়ে স্টেশন হয়ে সকাল ১০ টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌছবে সিরাজগঞ্জ এক্সপ্রেস। আবার বিকেল পাচটায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করে রাত ০৯’টা ১৫ মিনিটে সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌছবে নতুন ভারতীয় বিজি কোচের ১০৫৬ আসনের এই ট্রেনটি।
সিরাজগঞ্জ বাজার স্টেশনে ইঞ্জিন ঘুরানো ও কোচে পানি সরবরাহ ব্যাবস্থা নির্মিত হলে ট্রেনটি ঢাকা-সিরাজগঞ্জ রুটে চলাচলের জন্য ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখ থেকে প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
একই সাথে নতুন ভারতীয় কোচ দিয়ে সাজানো সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আগামী ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখে রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হকের ‘ফ্লাগ অফ” এর মাধ্যমে উদ্বোধনের সম্ভাব্য তারিখ নির্ধারন করে চুড়ান্ত অনুমোদনের জন্য অনুরোধ করা হয়েছে।
রেলপথ মন্ত্রনালয়ের প্রঙ্গাপনের বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত), সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি জানান, দীর্ঘদিন পর সিরাজগঞ্জবাসির আরেকটি স্বপ্ন পূরন হতে যাচ্ছে নতুন ও আধুনিক ভারতীয় কোচ সমৃদ্ধ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সরাসরি সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে জামতৈল হয়ে ঢাকা যাতায়াত করার মাধ্যমে।
সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময় নিয়ে কিছুটা যাত্রি ভোগান্তি’র কথা স্বীকার করে ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি আরো বলেন, আশা করছি এখন যে সময় নির্ধারিত হয়েছে তাতে আর যাত্রিদের কোন সমস্যা হবে না। এছাড়া প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে দু-দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের আলোচ্যসূচির এক নম্বরে রয়েছে সিরাজগঞ্জ থেকে সয়দাবাদ ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মান চুক্তির বিষয়টি।
এদিকে এ বিষটি জানার পর সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক গাজী ডাঃ জহুরুল হক রাজা সিরাজগঞ্জবাসির দাবি বাস্বায়নে আন্তরিকতা ও নিরলসভাবে পরিশ্রম করার মাধ্যমে সিরাজগঞ্জ এক্সপ্রেসের নতুন কোচ সংযোজন, আসন বৃদ্ধি ও সময়সূচি পরিবর্তনের জন্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি’র প্রতি কৃতঙ্গতা পোষন করে তাকে অভিনন্দন জানান।

সিরাজগঞ্জ টাইগার্স ৮ উইকেটে জয়ী

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত এসপিএল টি-২০’র আসরের ৬ষ্ট ম্যাচে সিরাজগঞ্জ গ্লাডিয়েটর্স কে ৮ উইকেটে  হারিয়েছে সিরাজগঞ্জ টাইগার্স। টসে জিতে ফিল্ডিং  করার সিদ্ধান্ত নেয় সিরাজগঞ্জ টাইগার্স এর অধিনায়ক মিলন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করে ১০৬ রান করে সিরাজগঞ্জ গ্লাডিয়েটর্স জবাবে নির্ধারিত ২০ ওভার শেষ হবার আগেই ২ উইকেটে ১০৮ রান করে সিরাজগঞ্জ টাইগার্র্স। খেলায় ম্যান অব দা ম্যাচ হয় টাইগার্স এর খেলোয়ার মিলন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল করে ১২ রান। আশরাফুলের খেলা দেখার জন্য মাঠ ছিলো দর্শকে ভরপুর । পুরুষ দর্শকের পাশাপাশি নারি দর্শক ছিলো নজরে পরার মত। দলের ফ্রাঞ্চাইজ জিহাদ আল ইসলাম এবং রাশেদ ইউসুফ জুয়েল জয়ের ধারাবাহিকতা বজায় রাখার জন্য খেলোয়ার কোচ এবং দর্শকদের শুভেচ্ছা জানিয়েছেন।
টুর্নামেন্টের আজকে রয়েছে একটি ম্যাচ । খেলা শুরু হবে দুপুর ১ টায় । আজকের খেলায় অংশ গ্রহন করবে সিরাজগঞ্জ নাইট রাইডার্স বনাম সিরাজগঞ্জ স্টারর্স । মাঠে প্রতিদিনই জাতীয় পর্যয়ে বিভিন্ন খেলোয়ার অংশ গ্রহন করছে। তবে ৬টি ম্যাচের মধ্যে স্থানীয় খেলোয়ার মিলনই হলো প্রথম ম্যাচ সেরা খেলোয়ার। বাকী ৫ টি ম্যাচে ম্যাচ সেরা হয়েছে বিদেশী কোঠায় খেলা খেলোয়াররা। মাঠে দর্শক বিনোদনের জন্য রয়েছে ডিজে।

Saturday, November 26, 2016

জমকালো উদ্ধোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিরাজগঞ্জ ক্রিকেট এ্যাসেসিয়েশন আয়োজিত এসপিএল টি-২০/২০১৬ প্রথম আসরের পর্দা উঠলো

এলিস বচ্চনঃ জমকালো উদ্ধোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিরাজগঞ্জ ক্রিকেট এ্যাসেসিয়েশন আয়োজিত এসপিএল টি-২০/২০১৬ প্রথম আসরের পর্দা উঠলো। শনিবার সকালে লীগের শুভ উদ্ধোধন করেন সিরাজগঞ্জ সদর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর কার্যলয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার,সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান,পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ,পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়াম্যান রিয়াজ উদ্দিন ,সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য,জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি গাজী শফিকুল ইসলাম শফি। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক শাকিল হায়দার। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মারুফ সিরাজি। উদ্ধোধনী খেলায় অংশ গ্রহন করে সিরাজগঞ্জ টাইগার্স পরাজিত করে সিরাজগঞ্জ নাইট রাইডার্স কে। সিরাজগঞ্জ টাইগার্সের পক্ষে অর্ধশত করে ম্যান অবদা ম্যাচ হন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। উদ্ধোধনী অনুষ্ঠানে এসপিএলে অংশ গ্রহনকারি ৬ টি দলের খেলোয়ার এবং ফ্যাঞ্চাইজ অংশ গ্রহন করে। এসময় মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী করে শাহীন শিক্ষা পরিবারের শিক্ষার্থীরা। দীর্ঘদনি পর সিরাজগঞ্জ ষ্টেডিয়ামে খেলা গড়ানোর কারনে সববয়সের নারী পুরুষ দর্শক ছিলো গ্যালারী ভর্তি।

Tuesday, November 15, 2016

ইত্তফাক চলনবিল সংবাদ দাতা রহুল আমিনর ইÍকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জর তাড়াশর বিশিষ্ট সাংবাদিক দনিক ইত্তফাকর চলনবিল সংবাদদাতা রুহুল আমিন চিকিৎসাধীন অব¯ায় ইÍকাল করছন। (ইনালিল্লাহ ওয়া ইনা ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভার ঢাকার শরবাংলা নগরর নিউরালজি সায়টিফিক হাসপাতাল চিকিৎসাধীন অব¯ায় তিনি মত্যুবরণ করন। মত্যুকাল তাঁর বয়স হয়ছিল (৬৩) বছর।

পারিবারিক সূত্র জানা  সাংবাদিক রুহুল আমিন কয়কদিন আগ স্ট্রাক কর উচ রক্তচাপ ভুগছিলন। মঙ্গলবার ভার ঢাকার শরবাংলা নগর নিউজরালী সায়টিফিক হাসপাতাল চিকিৎসাধীন অব¯ায় স মত্যুবরণ করন। বাদ জাহর তাড়াশ ঈদগাহ মাঠ তার নামাজ জানাজা অনুষ্ঠিত হব। তার মত্যুত সিরাজগঞ্জ ও তাড়াশ প্রসক্লাবর পক্ষ থক গভীর শাক প্রকাশ কর তার বিদহী আত্মার মাগফরাত কামনা করছন।
বহত্তর চলনবিল অঞ্চলর সাংবাদিকতার দিকপাল রহুল আমিন গুরুদাসপুর চলনবিল প্রসক্লাব এবং উল্লাপাড়া প্রসক্লাব গঠনর সাথ যুক্ত ছিলন এবং ১৯৮০ সাল তাড়াশ প্রসক্লাব গঠনর সভায় আহবায়ক এবং প্রতিষ্ঠাতা সভাপতি হিসব দায়িত্ব পালন করন। বাংলাদশ সাংবাদিক সমিতির চলনবিল শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদশ সাংবাদিক সমিতি কদ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসব ১৯৮৫ সাল থক ১৯৯০ সাল পর্য দায়িত্ব পালন করন। তিনি দীর্ঘদিন নিকাহ রজিষ্ট্রি হিসব জীবিকা নির্বাহ করছিলন। তিনি মত্যুর আগ পর্য সাংবাদিকতার পাশাপাশি চলনবিলর বিভিন সাহিত্য, সাং¯তিক ও সমাজসবামুলক প্রতিষ্ঠানর সাথ জড়িত ছিলন। 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড সহ ১ জনকে আটক করেছে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি সহ রোকন(৩৫) নামে একজনকে আটক করেছে উল্লাপাড়া থানা পুলিশ। মঙ্গলবার সকালে উল্লাপাড়া ষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রোকন কামারখন্দ উপজেলার ঝাওল গ্রামের আবুল হোসেনের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেয়ান কৌশিক জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিক উপজেলার রেল ষ্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জের তাড়াশে গ্যাসবাহী ট্যাংকলরী ও যাত্রীবাহি বাসের সংঘর্ষে দুজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে গ্যাসবাহী ট্যাংকলরী ও যাত্রীবাহি বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার খালকুলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্যাংকলরীর হেলপার বগুড়া জেলার শাহজাহানপুর থানার জামালপুর গ্রামের আবু সামাদের ছেলে রফিকুল (৩৫) ও বাসযাত্রী চাপাই নবাবগঞ্জ জেলা সদরের আদাই গ্রামের তাজিমুল (৫০)।
আহত, বাসচালক জাহাঙ্গীর ও যাত্রী ফুলচানকে  সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: রাজিবুল করিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌছলে বিপরীতমুখী গ্যাসবাহী ট্যাংকলরীর সাথেে  সংঘর্ষ হয়। এতে দুজনই ঘটনাস্থলেই মারা যায় এবং দুজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানে হয়েছে।  নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে।

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের প্রতিকি অনশন কর্মসুচী পালন।


সিরাজগঞ্জ প্রতিনিধি:
চুক্তি বহাল ও চাকুরি স্থায়ী করনের দাবীতে প্রতিকি অনশন কর্মসুচী পালন করেছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১এর মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই প্রতিকি অনশন চলে। অনশন চলাকালে আন্দোলনরতরা বক্তবে বলেন, তিন হাজার ছাটাই করা মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের পুনর্বহালসহ সমস্ত কর্মীদের স্থায়ী নিয়োগ দেয়ার দাবী জানান। অন্যথায় বৃহৎ কঠোর কর্মসুচী দেয়া হবে। এসময় বক্তব্য রাখেন ঐক্য পরিষদের আহবায়ক এনামুল হক ,মিটার রিডার আব্দুল মান্নান ও ফজলুল হক প্রমুখ। উল্লেখ্য আন্দোলন অব্যাহত থাকায় সমিতির লাখ লাখ গ্রাহক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

Monday, November 14, 2016

জান্নাতুল ও নিরবের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কামারখন্দে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গত ১৫ দিনের ব্যাবধানে আট বছরের শিশু জান্নাতুল ও ছয় বছরের শিশু নিরবকে অপহরন করে হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার করে বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বেলা ১২টায় সর্বস্তরের মানুষের অংশগ্রহনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার জামতৈল রেলওয়ে ষ্টেশনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে উপজেলার হাজারো জন সাধারণের উপস্থিতিতে বক্তব্য বলেন অপহরন ও হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি জানান। এসময় উপস্থিত ছিল বিভিন্ন রাজনৈতিক, পেশা সংগঠন, বিভিন্ন এলাকার ক্লাবের প্রধানগণ, স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।

উল্লেখ্য, অপহরনের ১৫ দিনপর গত ২৫ অক্টোবর জামতৈল গ্রামের আনোয়ার হোসেনের আট বছরের শিশুকন্যা জান্নাতুলের লাশ উপজেলার প্রধান ডাকঘরের পিছনে একটি পরিত্যক্ত কুপ থেকে উদ্ধার হয়। এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে কামারখন্দ থানা পুলিশ।
অপরদিকে, গত ৮ নভেম্বর নিখোঁজ হয় উপজেলার ধলেশ্বর গ্রামের বারেক তালুকদারের ছয় বছরের ছেলে নিরব। ৬দিন পর ১৩ নভেম্বর উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পেছনের জঙ্গঁল থেকে শিশুটির গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গত ২০ দিনের ব্যবধানে দুই শিশু অপহরন ও হত্যার ঘটনায় গ্রামের অবিভাবকদের মাঝে আতংকের বিরাজ করছে।

ইউপি নির্বাচন স্থগিতকে কেন্দ্র করে সংঘর্ষ উল্লাপাড়ায় ৩৫ জনকে আসামী করে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হবার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ফরিদুল ইসলাম বাদি হয়ে ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুৃলিশ ও স্থানীয়রা জানান, গত ১২ নভেম্বর বড়হর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম চৌধুরী পুনঃতফশিল ঘোষণার দাবিতে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করলে শুনানি শেষে হাইকোর্ট নির্বাচনের আগের দিন নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেন। এরই জের ধরে গত রোববার বিকেলে উলিপুর গ্রামে ৪নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী মেম্বর পদপ্রার্থী লাল মিয়া ও তার সমর্থকেরা বর্তমান ইউপি সদস্য সাইফুল ইসলাম ও লোকজনের ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়ের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে আহতদের মধ্যে জহুরুল ইসলাম (৫৫), সাইদুর রহমান (৪০) ও শাহীন (২২) কে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আসলাম হোসেন জানান, বড়হর ইউপি নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলাটি পুলিশ আমলে নিয়েছে। আসামীদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামী কর্তৃক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা। স্বামী পলাতক।

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামী কর্তৃক স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে । নিহত সালমা খাতুন (২২) শ্যামলী পাড়ার মামুন হোসেনের স্ত্রী এবং সলঙ্গা থানার আঙ্গারু গ্রামের ফরিদ হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত কয়েক বছর আগে মামুন প্রেমের সম্পর্ক করে সালমা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের পর থেকে তাদের মধ্যে দ্বন্ধ চলে আসছিল। গত কয়েক মাস আগে তার ভরন-পোষন নিয়ে বিরোধে মামলাও হয়। এ নিয়ে সুরাহার পর সালমাকে উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া মহল্লার আবুল কাশেমের বাড়ি ভাড়া করে দেড় মাস ধরে তারা বসবাস করে আসছিল। তবে প্রায়ই কলহ লেগে থাকতো। এরই এক পর্যায়ে শনিবার গভীর রাতে ধারনা করা হচ্ছে তাকে স্বাশরোধে হত্যার করা হতে পারে। রোববার সকালে এলাকাবাসী লাশ গলায় রশি দিয়ে  ঝুলানো অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতর স্বামী স্বামী পালাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রস্তুতি চলছে।