বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ফাইনাল শেষে
চ্যাম্পিয়ন দলকে কাপ তুলে দেন সংস্থাটির
প্রেসিডেন্ট। সেটা ফুটবল ও ক্রিকেট উভয় ক্ষেত্রেই।
বিশ্বকাপের শুরু থেকেই সেটা হয়ে আসছে। কিন্তু
এবারের ক্রিকেট বিশ্বকাপে পরিবর্তন হতে চলেছে
সেই নিয়ম। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
(আইসিসি) এর বর্তমান প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা
কামাল থাকতেও, বিজয়ী দলকে শিরোপা তুলে
দিচ্ছেন আইসিসির চেয়ারম্যান ভারতীয় এন
শ্রীনিবাসন। ফলে মোস্তফা কামালসহ
বাংলাদেশকেও খানিকটা হেয় করলো আইসিসি।
এই ঘটনার মধ্যে দিয়ে আইসিসি পুনরায় প্রমাণ করলো,
তারা বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা হলেও
অরাজনৈতিক সংস্থা হয়ে উঠতে পারেনি তারা।
তাছাড়া এবারের বিশ্বকাপে শুরু থেকে শেষপর্যন্ত
আইসিসির ভারত প্রীতি দেখার মতো। কোয়ার্টার
ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচে
বেশকিছু বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে
নেয় আম্পায়াররা। এমনকি দাবী ওঠে আইসিসি
(ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল) এর। তাদের এই
বাহুল্যতা চোখ এড়ায়নি অন্যান্য দেশেরও। সাবেক
গ্রেটদের পক্ষ থেকে উঠেছে সমালোচনার ঝড়। তারই
মাঝে নতুন ঘটনা ঘটাতে চলেছে ভারত।
উল্লেখ্য মেলবোর্নের কোয়ার্টার ফাইনালে ভারত ও
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আম্পায়ারিং নিয়ে
আপত্তি প্রকাশ করেন আ হ ম মোস্তফা কামাল।
এদিকে গতকাল শুক্রবার মেলবোর্ন পৌঁছান আইসিসি
চেয়ারম্যান এন শ্রীনিবাসন। তবে আগে থেকেই
উপস্থিত ছিলেন আ হ ম মোস্তফা কামাল।
0 comments:
Post a Comment