Saturday, March 28, 2015

বেঁচে গেলেন ২০৬ বিমানযাত্রী, ঢাকায় জরুরি অবতরণ

ঢাকা: অল্পের জন্য বেঁচে গেলো ২০৬ জন
বিমানযাত্রী। কারিগরি ত্রুটির কারণে সিঙ্গাপুর
থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ০৮৫
ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরে শেষ পর্যন্ত জরুরি অবতরণ করতে বাধ্য
হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী
পুলিশ সুপার তানজিনা আক্তার ঢাকাটাইমসকে
জানান, বিমানটি সিঙ্গাপুর থেকে প্রথমে হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে
চা্ন।
কিন্তু ক্লিয়ারেন্স না পেয়ে বিমানটি চট্টগ্রামে
হযরত শাহ আমানত বিমানবন্দরে ছুটে যায। সেখানে
ক্লিয়ারেন্স না পেয়ে বিমানটি ফের হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফিরে
আসে। এবং জরুরি অবতরণ করেন।
শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে বিমানটি অবতরণ করে
বলে জানান।

0 comments:

Post a Comment